কিন্তু কী এমন বললনে আমির?
‘কফি উইথ করণ’-এ একটা সময় করণ জানতে চেয়েছিলেন নিরীহ ভাবে- আমির কখনও কারও সঙ্গে শাওয়ারে স্নান করেছেন কি না! দেখা গেল, প্রত্যাশার চেয়ে বেশি জমাটি উত্তর দিয়েছেন নায়ক। জানিয়েছেন অক্লেশে- “হ্যাঁ, এটা তো আমি কিরণের সঙ্গে হামেশাই করে থাকি!” ভিডিও সাক্ষী- এমন অকপট স্বীকারোক্তিতে রীতিমতো থতমত খেয়েছেন করণ!
advertisement
পরে সামলে নিয়ে জানতে চান- “আর লাভ বাইটস? ওগুলোকে কি মেক-আপ দিয়ে ঢেকে দাও?” “নাহ্, আমি কখনই লাভ-বাইটস মেক-আপ দিয়ে ঢাকি না”, আবার ছক্কা আমিরের!
কিন্তু সব চেয়ে বিতর্কিত বোধ হয় শাহরুখ খান আর সলমন খানের মধ্যে কাকে বেছে নেবেন, তার উত্তর! জানতে চেয়েছিলেন করণ- এক নৌকোয় স্থান সঙ্কুলান না হলে এই দুই খানের মধ্যে কাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেবেন আমির! আমিরের দুষ্টুমি-ভরা হাসি দিয়েই শেষ হয়ে যাচ্ছে ভিডিও, উত্তরটা তুলে রাখা হয়েছে শোয়ের জন্য়। একবার ওটাও দেখে নিন তো- বুঝতে পারছেন কাকে ধাক্কা দেবেন আমির?