TRENDING:

কিরণের সঙ্গে প্রায়ই স্নান করি, কামড়ের দাগও মেক-আপে ঢাকি না, ভিডিওতে বিস্ফোরক আমির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘কফি উইথ করণ’-এ এসে তারকারা তাঁদের জীবনের বিস্ফোরক সমস্ত তথ্য দিয়ে দেন ৷ আর তা নিয়ে গোটা বছর ধরে চর্চা হতে থাকে ৷ এই তো এবার করণ জোহরের সামনে বসে এমন কথা শোনালেন মিস্টার পারফেশনিস্ট আমির খান, যাতে স্তম্ভিত অনেকেই ৷
advertisement

কিন্তু কী এমন বললনে আমির?

‘কফি উইথ করণ’-এ একটা সময় করণ জানতে চেয়েছিলেন নিরীহ ভাবে- আমির কখনও কারও সঙ্গে শাওয়ারে স্নান করেছেন কি না! দেখা গেল, প্রত্যাশার চেয়ে বেশি জমাটি উত্তর দিয়েছেন নায়ক। জানিয়েছেন অক্লেশে- “হ্যাঁ, এটা তো আমি কিরণের সঙ্গে হামেশাই করে থাকি!” ভিডিও সাক্ষী- এমন অকপট স্বীকারোক্তিতে রীতিমতো থতমত খেয়েছেন করণ!

advertisement

পরে সামলে নিয়ে জানতে চান- “আর লাভ বাইটস? ওগুলোকে কি মেক-আপ দিয়ে ঢেকে দাও?” “নাহ্, আমি কখনই লাভ-বাইটস মেক-আপ দিয়ে ঢাকি না”, আবার ছক্কা আমিরের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কিন্তু সব চেয়ে বিতর্কিত বোধ হয় শাহরুখ খান আর সলমন খানের মধ্যে কাকে বেছে নেবেন, তার উত্তর! জানতে চেয়েছিলেন করণ- এক নৌকোয় স্থান সঙ্কুলান না হলে এই দুই খানের মধ্যে কাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেবেন আমির! আমিরের দুষ্টুমি-ভরা হাসি দিয়েই শেষ হয়ে যাচ্ছে ভিডিও, উত্তরটা তুলে রাখা হয়েছে শোয়ের জন্য়। একবার ওটাও দেখে নিন তো- বুঝতে পারছেন কাকে ধাক্কা দেবেন আমির?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কিরণের সঙ্গে প্রায়ই স্নান করি, কামড়ের দাগও মেক-আপে ঢাকি না, ভিডিওতে বিস্ফোরক আমির