TRENDING:

রাজ কাপুরের স্ত্রীর শেষকৃত্যে হাসি-ঠাট্টায় মাতলেন আমির, রানি, করণ !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরে শেষকৃত্যে হাজির ছিল তামাম বলিউড। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, রানি মুখোপাধ্যায়, আলিয়া ভাট... শেষ শ্রদ্ধা জানাতে সবাই উপস্থিত ছিলেন কাপুর ম্যানসনে। আর সেখানেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন রানি মুখোপাধ্যায়, আমির খান, করণ জহর-রা।
advertisement

কিন্তু কেন ? জানা গেল, কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে হাজির হয়ে দিব্য একসঙ্গে হাসাহাসি করছিলেন রানি মুখোপাধ্যায়, আমির খান এবং করণ জহর। তাঁদের সঙ্গে ছিলেন আয়ান মুখোপাধ্যায়, আলিয়া ভাটও। যদিও রানি মুখোপাধ্যায়ের ভাই আয়ানের মুখ ছিল হাসিতে ভরা, কিন্তু থমথমে মুখে দাঁড়িয়ে ছিলেন আলিয়া। রানি, আমিরদের ওই ছবি দেখেই চটে যায় নেটিজেনদের একাংশ।

advertisement

আমির খান, রানি মুখোপাধ্যায় এবং করণ জহররা কি কোনও পার্টিতে এসেছেন যে এইভাবে হাসতে শুরু করেছেন? ‘মিস্টার পারফেকশনিস্ট' আমির খান-এর থেকেও এই ব্যবহার আশা করা যায় না! সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলিউড সেলেবদের ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেন। প্রশ্ন উঠতে থাকে-- আদিত্য চোপড়াকে বিয়ে করে রানি মুখোপাধ্যায় কি কোনও ‘মহান’ কাজ করে ফেলেছেন ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

আরও পড়ুন-যোধপুরের এই দূর্গেই বিয়ে হতে চলেছে প্রিয়াঙ্কা-নিকের

বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজ কাপুরের স্ত্রীর শেষকৃত্যে হাসি-ঠাট্টায় মাতলেন আমির, রানি, করণ !