কিন্তু কেন ? জানা গেল, কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে হাজির হয়ে দিব্য একসঙ্গে হাসাহাসি করছিলেন রানি মুখোপাধ্যায়, আমির খান এবং করণ জহর। তাঁদের সঙ্গে ছিলেন আয়ান মুখোপাধ্যায়, আলিয়া ভাটও। যদিও রানি মুখোপাধ্যায়ের ভাই আয়ানের মুখ ছিল হাসিতে ভরা, কিন্তু থমথমে মুখে দাঁড়িয়ে ছিলেন আলিয়া। রানি, আমিরদের ওই ছবি দেখেই চটে যায় নেটিজেনদের একাংশ।
advertisement
আমির খান, রানি মুখোপাধ্যায় এবং করণ জহররা কি কোনও পার্টিতে এসেছেন যে এইভাবে হাসতে শুরু করেছেন? ‘মিস্টার পারফেকশনিস্ট' আমির খান-এর থেকেও এই ব্যবহার আশা করা যায় না! সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলিউড সেলেবদের ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেন। প্রশ্ন উঠতে থাকে-- আদিত্য চোপড়াকে বিয়ে করে রানি মুখোপাধ্যায় কি কোনও ‘মহান’ কাজ করে ফেলেছেন ?
advertisement
আরও পড়ুন-যোধপুরের এই দূর্গেই বিয়ে হতে চলেছে প্রিয়াঙ্কা-নিকের
Location :
First Published :
October 03, 2018 3:35 PM IST