আরও পড়ুন: আজ সকাল ১০টায় প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফলাফল, অনলাইনেও দেখা যাবে রেজাল্ট
এখনও পর্যন্ত যে ভুলগুলি সংশোধন করা হত সেই পরিবর্তিত তথ্য সাইট থেকে ডাউনলোড করা যেত না ৷ তবে এবার থেকে সেটাও করা সম্ভব ৷
এবার থেকে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘আধার আপডেট হিসট্রি’ বলে জায়গায় গিয়ে ক্লিক করলে পরিবর্তিত তথ্য ডাউনলোড করা যাবে ৷ আপাতত এই পরিষেবা বিটা ভার্সানে লঞ্চ করা হয়েছে ৷ এর সাহায্য ডেট অনুযায়ী আপনি কী কী পরিবর্তন করা হয়েছে তা দেখা যাবে ৷ আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা সংক্রান্ত যা যা তথ্য সংশোধন করেছেন সব দেখা যাবে ৷
advertisement
আরও পড়ুন: বেলা ১১টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের ৬ জেলায়
এর জন্য প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট হিসট্রিতে গিয়ে ক্লিক করতে হবে ৷ একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার আধার নম্বর বা ভার্চ্যুয়াল আইডি দিতে হবে ৷ এরপর আপনার কাছে একটি OTP আসবে ৷ সেটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আপডেট করতেই আপনি পুরো হিস্ট্রি দেখতে পারবেন এবং সেটি ডাউনলোডও করতে পারবেন ৷