TRENDING:

আধারই গ্রাহক পরিচয়ের একমাত্র মানদণ্ড, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

Last Updated:

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৷ গ্রাহক পরিচয় বা KYC শেষ কথা আধার ৷ নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকের তথ্য সঠিক যাচাই করার একমাত্র মানডণ্ড আধার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রাহক পরিচয় বা KYC শেষ কথা আধার ৷ নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকের তথ্য সঠিক যাচাই করার একমাত্র মানডণ্ড আধার ৷
advertisement

এখনও পর্যন্ত গ্রাহকের তথ্য প্যানকার্ড, পাসপোর্ট, ভোটারকার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মাধ্যমে ব্যাঙ্কের কাছে থাকে ৷ কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রাহকের সঠিক মানদণ্ডের এক এবং একমাত্র মাধ্যম আধার কার্ড ৷ সব ব্যাঙ্কই মেনে চলবে এই নির্দেশিকা ৷ তবে সুপ্রিমকোর্টের আধার সংক্রান্ত রায় ঘোষণার পরেই তা বলবৎ হবে ৷

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গেছে জুন ২০১৭ সরকারি গেজেট নটিফিকেশনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর ফলে আর্থিক দুর্নীতি বা ঋণখেলাপির সংখ্যাও কমবে এমনটাই মত ৷

advertisement

প্রধানত সুপ্রিম কোর্ট ব্যাঙ্ক, টেলিকম ও অন্যান্য ক্ষেত্রে আধার সংযোগের সময় সীমা ৩১ মার্চ এই প্রস্তাব খারিজ করার পর এখন অপেক্ষায় আধার সংক্রান্ত পরবর্তী নির্দেশিকার জন্য ৷

এতদিন কোনও বৈধ্য পরিচয় পত্রের সাহায্যে নতুন ব্যাঙ্ক অ্যাকউন্ট খোলা যেত ৷ নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রাহক পরিচয়ের ক্ষেত্রে একমাত্র আধারই বৈধতা পাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন :  দলের অন্দরে ইয়েচুরির প্রস্তাব মান্যতা পেল, জিতল বেঙ্গল লাইন

বাংলা খবর/ খবর/দেশ/
আধারই গ্রাহক পরিচয়ের একমাত্র মানদণ্ড, জানাল রিজার্ভ ব্যাঙ্ক