আরও পড়ুন : আরাধ্য দেবীর সামনে নিজের জিভ কেটে পুজো দিলেন গৃহবধূ
ইলেকট্রিক অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে ভুল করে বিদ্যুতের বিলটি ভুল কনজিউমারের কাছে চলে গিয়েছে ৷ মৃতের পরিবার সূত্রে খবর বিদ্যুতের উড়ো বিল পেয়ে ইলেকট্রিক অফিসে বারবার জানালেও কোনও সুরাহা হয়নি ৷ এত বড় অঙ্কের বিদ্যুতের বিল জমা না দিতে পারার আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ ৷ পরে ইলেকট্রিক অফিস সূত্রে ভুল স্বীকার করে নেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন : In Pics : আপনার কেরিয়ার শুরু করবেন কী ভাবে, জেনে নিন
পুলিশ মৃতদেহের পাশেই পড়ে থাকা একটি চিঠি উদ্ধার করেছে ৷ তাতে লেখা আছে মাসে বিদ্যুতের বিল ১,০০০ টাকার আসত, এবারের বিল এতটাই যে বুঝতে পারছেন না কী করবেন ? মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পূর্ণাঙ্গ তদন্তে পুলিশ ৷
advertisement
Location :
First Published :
May 11, 2018 11:09 AM IST