ডিএমআরসি স্টাফ পরিষদ বৈঠকের সদস্যরা আন্দোলনে অংশ নিয়েছেন ৷ তবে বিক্ষোভে সবাই অংশ নেননি ৷ কিছু ঠিকা কর্মী, স্টেশন সঞ্চালক, স্টেশন নিয়ন্ত্রক, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান, সহ আরও অনেক কর্মীরাই আগামিকাল থেকে ধর্মঘটে সামিল হচ্ছেন ৷
তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম বেতন সংশোধন, ডিএমআরসি স্টাফ পরিষদের কর্মাচারী ইউনিয়নে বদল, কর্মী ছাঁটাইয়ে উপযুক্ত কারণ দর্শানো ছাড়াও আরও কয়েক দফা দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা ৷
advertisement
কর্মী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের সব দাবি উপর মহলে জানানো হয়েছে ৷ সবার আগে কর্মচারী ইউনিয়নের বদল আনতে হবে ৷ তবেই ফিরবে হাল ৷
দিল্লি মেট্রোনিগম কিছু ঠিকা কর্মচারীরা গত ১৯ জুন থেকে প্রায় ৮ দফা দাবিতে সরব হয়ে মাঝে মধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন ৷ তবে এই ধর্মঘটের ফলে ব্যাপক ভোগান্তির আশঙ্কা নিত্য়যাত্রীদের ৷
আরও পড়ুন : অটলবিহারী বাজপেয়ির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি