TRENDING:

অফিস থেকে বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ সংবাদ পাঠিকার

Last Updated:

প্রতিদিনের মতোই অফিস করেছিলেন ৷ কাজের শেষে বাড়ি ফিরলেন রাতে ৷ কিন্তু রাতটা কাটল না অন্যান্য দিনের মতো ৷ বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তেলুগু টিভি চ্যানেলের পরিচিত সংবাদ পাঠিকা রাধিকা রেড্ডি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: প্রতিদিনের মতোই অফিস করেছিলেন ৷ কাজের শেষে বাড়ি ফিরলেন রাতে ৷ কিন্তু রাতটা কাটল না অন্য দিনের মতো ৷ বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তেলুগু টিভি চ্যানেলের পরিচিত সংবাদ পাঠিকা ভি রাধিকা রেড্ডি ৷ রবিবার রাতে হায়দরাবাদের মুসাপীত এলাকায় ঘটনাটি ঘটে ৷
advertisement

V6 নামের একটি টিভি চ্যানেলে কাজ করতেন ৩৬ বছরের রাধিকা ৷ থাকতেন শ্রীভিলা অ্যাপার্টমেন্টে ৷ ৬ মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর ৷ বিশেষ চাহিদা সম্পন্ন ১৪ বছরের একমাত্র ছেলেকে নিয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন রাধিকা ৷

আরও পড়ুন:গত চার বছরে সর্বোচ্চ পেট্রোলের দাম, অগ্নিমৃূল্য ডিজেলও

advertisement

এসিপি ভুজঙ্গ রাও জানান, রাত পৌনে এগারোটা নাগাদ ঘরে ফেরেই ছাদ থেকে ঝাঁপ দেন তিনি ৷ রাধিকার ব্যাগ থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায় ৷ সেখানেই নিজের মানসিক অবসাদের কথা লিখে গেছেন রাধিকা ৷ ‘আমার মাথাই আমার শত্রু’-এমন কথাও লেখা রয়েছে তাঁর নোটে ৷ এমনকী তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বলেও সুইসাইড নোটে জানিয়েছেন তিনি ৷

advertisement

আরও পড়ুন:ছাদ থেকে ঝাঁপ, আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

সাইবেরাবাদ পুলিশ জানিয়েছে, পা ভেঙে গিয়েছিল রাধিকার ৷ এ ছাড়াও তাঁর সারা দেহে প্রচুর আঘাতের চিহ্ন ছিল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর ৷ 

বাংলা খবর/ খবর/দেশ/
অফিস থেকে বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ সংবাদ পাঠিকার