TRENDING:

বেপরোয়া পর্যটকদের রুখতে এবার দিঘায় চালু হল নতুন নিয়ম

Last Updated:

বেপরোয়া পর্যটকদের রুখতে আরও কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটতে শুরু করেছে দিঘা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: বেপরোয়া পর্যটকদের রুখতে আরও কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটতে শুরু করেছে দিঘা থানার পুলিশ। ভরা জোয়ারকে উপেক্ষা করেও উত্তাল সমূদ্রের গভীরে গিয়ে প্রায়ই বিপদ ডেকে আনছেন পর্যটকরা।
advertisement

এবার তাই অন্য দাওয়াই। জোয়ারের সময় বিপজ্জনক ঢেউয়ে পর্যটকদের নামা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন। মঙ্গলবার থেকে তাই জোয়ারের সময় ঘাটে ঘাটে দড়ি বেঁধে দিল পুলিশ। নিশ্ছিদ্র নিরাপত্তা বেস্টনী টপকে যাতে কেউই আর সমূদ্রে নামতে না পারেন।

প্রসঙ্গত, গত দু'মাসে দিঘা, মন্দারমণি, উদয়পুর মিলিয়ে সমূদ্রের জলে ডুবে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ জন পর্যটক। অধিকাংশ ক্ষেত্রেই বেপরোয়া হওয়ার জন্যই প্রাণ দিয়ে খেসারত দিতে হচ্ছে পর্যটকদের। আর মৃত্যু মিছিল ঠেকাতে প্রশাসনেরও নাভিশ্বাস উঠেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

উত্তাল সমূদ্রে নেমে এবার যাতে কেউ বিপদ ডেকে আনতে না পারে তারজন্যই মঙ্গলবার থেকে ভরা জোয়ারের সময় সমূদ্রের ঘাটে ঘাটে দড়ি বেঁধে দিয়েছে পুলিশ। এই বেস্টনী টপকে যাতে কেউ নেমে যেতে না পারে তার জন্য ঘাটে ঘাটে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেপরোয়া পর্যটকদের রুখতে এবার দিঘায় চালু হল নতুন নিয়ম