TRENDING:

নাবালিকা ধর্ষণে উত্তপ্ত অশোকনগর, অভিযুক্ত যুবক গ্রেফতার

Last Updated:

বছর তেরোর নাবালিকা স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী । ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা যশোরপাড়া এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকার মা ও বাবা পেশাগত কারণে বাইরে থাকেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অশোকনগর: বছর তেরোর নাবালিকা স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী । ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা যশোরপাড়া এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকার মা ও বাবা পেশাগত কারণে বাইরে থাকেন ৷ নাবালিকা কিশোরী তার ঠাকুমা,কাকা কাকিমার কাছে থাকত । ঘটনায় উত্তপ্ত এলাকা ৷
advertisement

শনিবার রাতে অতিরিক্ত গরমে নাবালিকা নিজের ঘরে দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়ে । মাঝ রাতে হঠাৎ চিৎকার করে ওঠে কিশোরী ৷ সেই সময়ে পাশের ঘরে থাকা কাকা কাকিমা ও ঠাকুমা ছুটে আসেন ৷

ভয়ে কাঁটা হয়ে ছাত্রী জানিয়েছে তাদেরই প্রতিবেশী জোর করে তাকে ধর্ষণ করে । চিৎকারে পালিয়ে যায় সে । রবিবার সকালে অশোকনগর থানায় এই মর্মে মেয়েটির পরিবারের তরফ থেকে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

advertisement

পীড়িতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। অভিযুক্ত পুলিশি জেরায় স্বীকার করেছে গাছ বেয়ে পাঁচিল টপকে সে ওই বাড়িতে ঢুকেছিল।

অভিযুক্ত কে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বারাসত আদালতে তোলা হয়েছে ।নির্যাতিতার পরিবার প্রাকশ্যে মুখ খুলতে চায়নি ।

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

আরও পড়ুন : বিমানবন্দরে অভিনব পদ্ধতিতে বিপুল অর্থের সোনা পাচারের চেষ্টা, সোনা সহ আটক ১

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
নাবালিকা ধর্ষণে উত্তপ্ত অশোকনগর, অভিযুক্ত যুবক গ্রেফতার