একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, অর্জুন ও মালাইকা নাকি আগামী বছরে সমস্ত কাজ বন্ধ রেখেছেন ৷ দু’জনেই নাকি নানা শ্যুটিং থেকে ছুটিও চেয়ে রেখেছেন ৷ জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন ও মালাইকা ৷
অন্যদিকে অবশ্য শোনা গিয়েছে, মালাইকার বিয়ের খবর পেয়ে মোটেই খুশি নন, সলমন খান ৷ অর্জুনের সঙ্গে নাকি কিছুদিন থেকে কথাও বন্ধ করেছেন তিনি ৷
advertisement
অর্জুন এখন ব্যস্ত নতুন ছবি ‘পানিপথ’-এর শ্যুটিংয়ে ৷ এই শ্যুটিংয়ের কাজ শেষ করেই নাকি ছাদনাতলায় রওনা হবেন অর্জুন ও মালাইকা !
Location :
First Published :
January 10, 2019 4:27 PM IST