বছর দুয়েক আগে হাড়োয়া থানার শ্যামলা গ্রামে বিয়ে করে এসেছিলেন দেখাশুনা করে বিয়ে হয় দেগঙ্গা থানার জামালপুর হাটখোলায় ৷ রবিবার বিধবা শাশুড়ি সঙ্গে স্থানীয় এক ব্যাক্তির অবৈধ সম্পর্ক দেখে প্রতিবাদ করেছিলেন পুত্রবধূ ৷ অভিযুক্ত শাশুড়ি মারধর করে গায়ে পুত্রবধূর গায়ে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়, স্ত্রীর চিৎকারে ছুটে এসে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় স্বামী আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা দু'জনকেই উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন ৷
advertisement
পরে অবস্থার আবনতি হতে তাদের নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে আজ সকাল নটার সময় আর জি করে মৃত্যু হয় ।পরিবারের পক্ষ থেকে স্বাশুড়ির কঠোর শাস্তির দাবি করা হয়েছে। ঘটনার তদন্তে দেগঙ্গা থানার পুলিশ।
Location :
First Published :
July 14, 2018 8:36 PM IST