আরও পড়ুন : দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
রাত থেকেই বাঁকুড়ার জেলার তালডাংরা ও সিমলাপাল ব্লকে তাণ্ডব শুরু করে দলটি। নষ্ট হয় খেতের ধান ও শাক-সবজি। এলাকার কৃষকেরা জানিয়েছে বেশ কয়েকটি হাতি মেদিনীপুর থেকে বাঁকুড়ায় প্রবেশ করে, চাষের জমিতে প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এ বছরে ফসলের ফলন ভালই কিন্তু মুহূর্তের মধ্যে সব লন্ডভন্ড হয়ে যায় ৷
advertisement
রাতেই বন দফতরকে বিষয়টি জানান গ্রামবাসী। কিন্তু তারপরও হাতি তাড়াতে বন দফতর কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ।
Location :
First Published :
May 05, 2018 1:30 PM IST