TRENDING:

ওষুধের ভুল প্রয়োগ জীবজন্তুর পরিবর্তে মানুষের ওপর, অসুস্থরা হাসপাতালে ভর্তি

Last Updated:

রাজস্থানের বিদাসরে এক বিদেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠল নতুন ওষুধের নমুনার ব্যাবহারিক প্রয়োগ জীবজন্তুর ওপর না করে সরাসরি ঐ কিছু কর্মীদের ওপর প্রয়োগ করা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: রাজস্থানের বিদাসরে এক বিদেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওষুধের নমুনার ব্যাবহারিক প্রয়োগ জীবজন্তুর ওপর না করে সরাসরি কিছু অস্থায়ী কর্মীদের ওপর প্রয়োগ করা হয় ৷
advertisement

ঘটনায় অসুস্থ হয়ে পড়েন মজুররা ৷ অসুস্থদের চুরু জেলার জলপানি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সূত্রের দাবি সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কর্মীদের  অর্থের বিনিময়ে প্রলুব্ধ করা হয় ৷ বলা হয় মানুষের সেবার বিনিময়ে প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হবে ৷

আরও পড়ুন :  কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেই এই তারকা

advertisement

আহতরা সংবাদ মাধ্যমকে জানায় তারা ১৮ এপ্রিল এসেছিল কাজে যোগ দিতে, আজ মোটে তিন দিন এরই মধ্য়ে এমন কাণ্ড ৷ মানুষের সেবার বিনিময়ে টাকা দেওয়া হবে এই বলেই তাদের আনা হয়েছে ৷ ২১ জনের মধ্যে ১৬ জনই  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৷

আহতদের মধ্যে একজন জানিয়েছেন ওষুধ খাওয়ার পর থেকে তাঁরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন ৷ এখন সারা শরীরে দুর্বলতা অনুভব করছেন  ৷

advertisement

আরও পড়ুন :  আধারই গ্রাহক পরিচয়ের একমাত্র মানদণ্ড জানাল রিজার্ভ ব্যাঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন তাঁরা পরিস্থিতি বু্ঝে ব্যাবস্থা নিচ্ছেন ৷ ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গড়া হয়েছে ৷ আশা করা হচ্ছে দ্রুত তদন্ত সম্পন্ন হবে, দোষীরা সাজা পাবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ওষুধের ভুল প্রয়োগ জীবজন্তুর পরিবর্তে মানুষের ওপর, অসুস্থরা হাসপাতালে ভর্তি