TRENDING:

মধ্যপ্রদেশ : বাধ্য হয়েই চাষের টমেটো রাস্তায় ফেলে নষ্ট করল কৃষক

Last Updated:

উত্পাদিত টেমেটোর পর্যাপ্ত দাম না পেয়ে মধ্যপ্রদেশের এক কৃষক বাধ্য হয়ে ১০০ বাক্স টমেটো রাস্তায় ফেলে দিল । ১০০ বাক্স টমেটোর দাম মাত্র ৬৮০ টাকা ধার্য করে পাইকারী ব্যবসায়ী ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: উত্পাদিত টেমেটোর পর্যাপ্ত দাম  না পেয়ে মধ্যপ্রদেশের এক কৃষক বাধ্য হয়ে ১০০ বাক্স টমেটো রাস্তায় ফেলে দিল । ১০০ বাক্স টমেটোর দাম মাত্র ৬৮০ টাকা ধার্য করেছে মহাজন ।
advertisement

আরও পড়ুন : তেলের দাম বৃদ্ধিতে এবার রাশ টানতে চলেছে কেন্দ্র

আমন গ্রামের বাসিন্দা , ২৬ বছরের কৃষক বাক্স পর্তি ৪০ টাকা করে পেয়েছে । মোট মূল্য ৪ হাজার টাকা কিন্তু ৩৩২০ বাদ দিয়ে মোট ৬৮০ টাকা কৃষকের উত্পাদিত ফসলের মূল্য । বৃহস্পতিবার পাপ্পু মহাজনের কাছ থেকে পাওয়া রসিদে দেখা যায়, ২৫০০ টাকা গাড়ি ভাড়া, ৫০০ টাকা শ্রমিক বাবদ এবং অন্যান্য খরচ বাবদ ৩২০ টাকা বাদ দেওয়া হয়েছে ।

advertisement

পাপ্পু জানায় দ্বাদশ শ্রেণির পর লেখাপড়া ছেড়ে দেয় সংসারের হাল ধরতে ও বাবার হাত শক্ত করতে । ৪ একর জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে । এই রকম পারিশ্রমিক সে পাবে তা ভাবতে পারেনি ।

আরও পড়ুন :  ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত পরিবার

advertisement

পাপ্পুই একমাত্র কৃষক নয় যে এই সমস্যার শিকার আরও অনেকেই আছে যারা এই সমস্যায় জেরবার । আমনের আরও এক কৃষক ৪৫ বছরের বৃজেশ কুমার জানিয়েছে চাষবাষ করার জন্য ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ টাকা ঋণ নিয়েছে । এখন পরিস্থিতি যা উত্পাদিত টমেটো ফেলে দিতে হবে, এত কম দাম যদি পায় ঋণ শোধই বা হবে কী করে, বা সংসারই চলবে কী করে । ঋণদাতাদের চাপে এবার তাকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সমস্যার অন্যতম কারণ এলাকায় কোনও হিমঘর নেই যাতে পচনশীল খাদ্য দ্রব্য সঞ্চিত রাখা যায় । এলাকার অন্যান্য কৃষকের অভিযোগ বারবার রাজ্য সরকারকে হিমঘরের অনুরোধ করেও কোনও ফল পাওয়া যায়নি । স্বাভাবিক ভাবেই তারা হতাশাগ্রস্ত ।

বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশ : বাধ্য হয়েই চাষের টমেটো রাস্তায় ফেলে নষ্ট করল কৃষক