বেশ কিছুদিন ধরেই দাঁতের ব্যথায় কাবু ছ’বছরের জাহ্নবী সাহা। বাড়ি পূর্ব পুটিয়ারির আনন্দপল্লীতে। এক্স-রে করিয়ে বুধবার মেয়েকে রানিকুঠী লায়ন্স ক্লাব হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা মা। রিপোর্ট দেখে দাঁত তোলার পরামর্শ দেন চিকিৎসক রণদীপ সিনহা। মাড়ি অবশ করতে ইনজেকশন দিতে হবে। কিন্তু ইনজেকশনে ভীষণ ভয় ছ’ বছরের শিশুর। শুরু হয় বায়না। মুখ চেপে বন্ধ করে রাখে সে। পরিবারের অভিযোগ, এরপরই চিকিৎসক সপাটে চড় মারেন জাহ্নবীকে। সঙ্গে দাঁত তোলার সাঁড়াশি দিয়ে মারধরও করা হয়।
advertisement
জাহ্নবীর কান্না শুনে ভিতরে ঢুকে মেয়ের শরীরে কালশিটে দেখতে পান মা। এরপরই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসক রণদীপ সিনহাকে। মারধরের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুর বায়নায় তাকে না বুঝিয়ে এভাবে মারধরের ঘটনায় ক্ষুব্ধ পরিবার যোগাযোগ করেছেন শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে।
আরও পড়ুন-পুরী-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ট্রেনের খাবার খেয়ে অসুস্থ ৪০জন যাত্রী