অর্থমন্ত্রক সূত্রে খবর, ন্যূনতম বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কেন্দ্রীয় কর্মচারী সংগঠনের বহুদিনের দাবি অবশেষে মেনে নিতে চলেছে সরকার ৷ এর ফলে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে সরকারি কর্মচারীদের ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতাও বাড়াতে চলেছে কেন্দ্র ৷
সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ফিটমেন্ট ফর্মূলা ৩.৬৮ করার দাবিতে সরব হয় কেন্দ্রীয় সরকারি কর্মী ইউনিয়ন ৷ ইউনিয়নের দাবি খানিকটা মেনে নিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর তিন গুণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রক ৷
advertisement
এর আগে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২.৫৭ গুণ বাড়িয়ে একলাফে সাত হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা করা হয় ৷ কিন্তু কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ করার দাবি জানিয়ে আসছে ৷ এই হারে বেতন বাড়ানো হলে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২১ হাজার টাকা ৷
আরও পড়ুন
টেট ২০১৪ ঘিরে জটিলতার আশঙ্কা, সঠিক উত্তরের জন্য রিপোর্ট তলব হাইকোর্টের
এতদিন এই দাবিতে সায় না দিলেও, ভোটের দিকে নজর রেখে কর্মীদের চাহিদা পুনর্বিবেচনা করছে নরেন্দ্র মোদি সরকার ৷ অন্দরের খবর, শেষ পর্যন্ত এই দাবিতেই সিলমোহর দিতে চলেছে কেন্দ্র ৷ একইসঙ্গে বাড়ানো হতে পারে পেনশনভোগী ও কর্মচারীদের মহার্ঘ ভাতাও ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই সুখবর শোনাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
বেতন কাঠামোয় এই পরিবর্তনের ফলে উপকৃত হবে প্রায় ৪৮ লাখ ৪১ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬১ লাখ পেনশনভোগী ৷ এছাড়াও ১৪ লাখ সেনা কর্মী ও সেনাবাহিনীর ১৮ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এই সুবিধা পাবেন ৷