TRENDING:

মাত্র পাঁচটি প্যাক, উজ্জ্বল হবে ত্বক

Last Updated:

আপনি কী ত্বকের সমস্যায় ভুগছেন? রুক্ষ, প্রাণহীন, শুষ্ক ত্বক নিয়ে জেরবার? তা হলে কিন্তু ঘরে তৈরি এই পাঁচটি প্যাকের কথা আপনাকে জেনে রাখতেই হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আপনি কী ত্বকের সমস্যায় ভুগছেন? রুক্ষ, প্রাণহীন, শুষ্ক ত্বক নিয়ে জেরবার? তা হলে কিন্তু ঘরে তৈরি এই পাঁচটি প্যাকের কথা আপনাকে জেনে রাখতেই হবে ৷ দেখে নেওয়া যাক, কী ভাবে বানাবেন সেই
advertisement

বউটি প্যাকগুলি ৷

• ত্বকের জন্য খুবই ভাল ওট ৷ ওটের সবচেয়ে ভাল দিক হল এটা সমস্ত ধরণের ত্বকেই ব্যবহার করা যায় ৷ ত্বকের ট্যান দূর করে ফর্সা ভাব আনতে ওটের জুরি মেলা ভার ৷ ওটের সঙ্গে মধু আর আমন্ডের দুধ মিশিয়ে ব্যবহার করতে পারলে আরও ভাল কাজে দেবে ৷ স্ক্রবার হিসাবেও ভাল এই প্যাক ৷ অ্যাকনে প্রোন ত্বকে এই প্যাক খুবই উপকারী ৷

advertisement

• সানট্যান সরাতে খুবই ভাল গ্রিন টি ব্যাগ ৷ ব্যবহার করা ব্যাগ ত্বকের উপর রাখুন ৷ এতে ট্যান দূর হবে, পাশাপাশি এটি অ্যান্টি-এজিং হিসাবেও ভাল কাজ করবে ৷ শুষ্ক ত্বকের জন্য গ্রিনটি খুবই ভাল ৷ টি ব্যাগ ৩০ মিনিট ফ্রিজে রেখে চোখের উপর রাখুন ৷ চোখের ক্লান্তি কমবে, ফোলা ভাব দূর হবে, কমবে ডার্ক সার্কেলও ৷

advertisement

• চিয়া বীজে থাকে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ওমেগা ফ্যাটি অ্যাসিড ৷ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এটি ৷ ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই প্যাক ৷

• মরা ত্বক সরিয়ে ত্বককে উজ্জ্বল করতে দারুন কাজ দেয় অ্যাপেল সিডার ভিনিগার ৷ এই ভিনিগারের

সঙ্গে জল মিশিয়ে ফ্রিজে রাখুন ৷ এরপর টোনার হিসাবে তা ব্যবহার করুন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

• অ্যাভোগাডোতে থাকে ভিটামিন এ এবং ই ৷ এছাড়াও থাকে অ্যান্টি-অক্সিডেন্ট ৷ যা শুষ্ক ত্বকের জন্য খুবই ভাল ৷ পাশাপাশি অ্যান্টি-এজিংয়ের জন্যও ভাল কাজ দেয় এই ফল ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাত্র পাঁচটি প্যাক, উজ্জ্বল হবে ত্বক