তবে চিন্তা শুধু বিশেষজ্ঞদের নয় ৷ চিন্তা আমাদের সকলের ৷ আজ বিশ্ব জল দিবস ৷ আমরাও চেষ্টা করলে ছোট ছোট কাজের মধ্যে দিয়ে, শুধু একটু সচেতন হয়ে জল সংরক্ষণ করতে পারি ৷ রান্নাঘরে কাজের ফাঁকে এই সমস্ত কাজগুলো করুন ৷দেখবেন আগের চেয়ে অনেক বেশি জল সংরক্ষণ করতে পারবেন আপনিও ৷
advertisement
• কাজ হয়ে গেলে অবশ্যই জলের কল বন্ধ করুন ৷ অযথা ট্যাপ খুলে রাখবেন না ৷
• ওয়াটার পিউরিফায়ারে অনেক জল নষ্ট হয় ৷ সেই জল ফেলে দেবেন না ৷ বাড়তি ওই জল সবজি ধোয়া বা বাসন মাজার কাজে লাগান ৷
• সবজি ধোয়ার পর সেই জল ফেলে দেবেন না ৷ কোনও পাত্রে সেই জল সংরক্ষণ করে রাখুন ৷ বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেই জল ৷
• ডিম বা অন্য যে কোনও কিছু সিদ্ধ করার জন্য আমরা অনেক জল নষ্ট করি ৷ ইলেকট্রিক বয়লারে সিদ্ধ করলে ওই জল নষ্ট হবে না৷
• খাওয়ার সময় আমরা অনেক সময় অতিথিদের গ্লাস ভর্তি করে জল দিই ৷ সেই জল না খাওয়া হলে পুরো জলটাই ফেলে দিই ৷ এতে জল নষ্ট হয় অনেক ৷ তাই যতটা দরকার ততটাই জল দিন গ্লাসে ৷