পুলিশ সূত্রে খবর, যৌন সঙ্গমে যারা রাজি হতেন না ৷ তাদের উপর নির্মম অত্যাচার চালানো হত ৷ সেই অত্যাচার সহ্য করতে না পেরে এক নাবালিকার মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে ৷ ওই সরকারি হোমের অন্য নাবালিকারা জানিয়েছেন, মৃত নাবালিকাদের মাটির তলায় পুঁতে দেওয়া হত ৷
সরকারি হোমটির নাম ‘বালিকা গৃহ’ ৷ স্বেচ্ছাসেবী সংস্থা সেবা সঙ্কল্পের অধীনে চলত এই সরকারি হোমটি ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এরমধ্যে রয়েছেন জেলা প্রশাসন আধিকারিকও ৷ এছাড়াও রয়েছে ব্রজেশ ঠাকুর নামে এক সাংবাদিকও ৷
advertisement
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নীতিশ কুমার ৷ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী প্রতাপ যাদব দাবি করেছেন, গত মার্চ মাস থেকে সরকারি হোমের অন্দরেই চলছে এই ধর্ষণকাণ্ড ৷ এদের মধ্যে বেশ কয়েকজনকে জোর করে গর্ভপাত করতেও বাধ্য করা হয়েছে ৷
এখনও অবধি বেশ কয়েকজনের খোঁজ মেলেনি ৷ যাদের খোঁজে নাবালিকাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷