TRENDING:

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ট্রেনের খাবার খেয়ে অসুস্থ ৪০জন যাত্রী

Last Updated:

পুরী-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ট্রেনের খাবার খেয়ে অসুস্থ ৪০জন যাত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ট্রেনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৪০জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। সকালে ব্রেকফাস্টে আইআরসিটিসি থেকে সরবরাহ করা ব্রেড, ওমলেট খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। প্রায় ৩টি কোচের যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের খড়গপুর রেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।
advertisement

আরও পড়ুন-মল্লিকবাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৬ টি ইঞ্জিন

এই ট্রেনটিতে যাত্রীদের জন্য ব্রেকফার্স্ট তৈরি হয় রাত দুটো থেকে তিনটের মধ্যে। পুরী থেকে ট্রেনটি ছাড়ে ভোর ৫.৪৫এ। ব্রেকফার্স্ট দেওয়া হয় সকাল আটটার পর। আজ মেনুতে ছিল ব্রেড, ওমলেট, টোম্যাটো সস আর জ্যাম। ট্রেনে মোট যাত্রী ছিলেন ৬৯৫জন, তারমধ্যে ৪৭০ জন ননভেজ।

advertisement

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাউরুটি থেকেই বিষক্রিয়া! কলকাতা, খড়গপুর ও পুরী থেকে পাউরুটির নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে, পাউরুটির প্যাকেটে মেলেনি ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট।

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সব কামরাই বাতানুকূল। এরকম ট্রেনের ভাড়াও বেশি। বেশি ভাড়া দিয়েও কেন এরকম পরিষেবা? কেন এরকম মানের খাবার? প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের। আইআরসিটিসির দাবি, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের খাবারের দায়িত্বে ছিল দুন ক‍্যাটারার। যারা ফ্র্যানচাইজি নিয়েছে। কিন্তু, সাধারণ যাত্রীদের একটাই প্রশ্ন, এরকম বাতানুকূল ট্রেনের ভাড়া তো নেহাত কম নয়। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন ট্রেনে এমন খাবার খেতে হবে, যাতে শরীর খারাপ হয়? এর দায় কীভাবে এড়াতে পারে রেল?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগেও একাধিকবার ট্রেনের খাবারের মান নিয়ে নানা অভিযোগ উঠেছে। এবার ফের সেই একই অভিযোগ, আর আইআরসিটিসির গলাতেও যথারীতি সেই একই সুরে ব‍্যবস্থা নেওয়ার আশ্বাস।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ট্রেনের খাবার খেয়ে অসুস্থ ৪০জন যাত্রী