বেশিরভাগ কন্ডোম তৈরি হয় ল্যাটিক্স থেকে ৷ আর এই ল্যাটিক্স থেকে আসতে পারে বিপত্তি ৷ ডাক্তাররা বলেন, ল্যাটিক্স থেকে অনেক সময় ত্বকে হতে পারে এলার্জি ৷ এমনকী, এরকম অসুবিধা নিয়ে অনেকেই যান ডাক্তারের কাছে ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, যাদের ল্যাটিক্স নিয়ে সমস্যা রয়েছে ৷ তাঁরা ব্যবহার করতে পারেন সিন্থেটিকের তৈরি কন্ডোম ৷ এর ফলে স্কিন এলার্জি বা ইরিটেশন আর হবে না ৷
advertisement
কন্ডোমের প্যাকেটে যৌন ছবি? চোখ পড়ল সুপ্রিম কোর্টের !
কন্ডোম ব্যবহার করলে সাধারণত যৌনরোগ হয় না ৷ তবে চিকিৎসকদের গবেষণায় এসেছে, কন্ডোম যৌনরোগ থেকে দূরে রাখলেও, এমন অনেক রোগ রয়েছে যা কন্ডোম আটকাতে পারে না ৷ কারণ, কন্ডোম যৌনঅঙ্গকে প্রোটেক্ট করলেও, বেশ কিছু অনাবৃত জায়গায় সংক্রমণ ঘটতে পারে ৷ ডাক্তাররা বলছেন যৌনাঙ্গে হারপিস জাতীয় রোগ থেকে বাঁচাতে পারে না কন্ডোম ৷ এমনকী, যৌনাঙ্গে ইনফেকশনও আটকাতে পারে না কন্ডোম !
শুধু তাই নয়, চিকিৎসকরা বলছেন কন্ডোম কেনার সময় অবশ্যই দেখতে হবে এক্সপেয়ারি ডেট ৷ কারণ, তারিখ পেরিয়ে যাওয়া কন্ডোম ব্যবহার করলে যৌনরোগ হতে পারে ৷ এমনকী, হতে পার অবাঞ্ছিত মাতৃত্বও ৷