রস দ্বীপ, নেইল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপ ৷ এই তিনটে দ্বীপের নামই বদলে দিচ্ছে মোদি সরকার ৷ আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দামানে পা রাখার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেদিনই আনুষ্ঠানিকভাবে তিনটি দ্বীপের নাম বদলের ঘোষণা করা হবে ৷
advertisement
রস দ্বীপের নাম বদলে রাখা হবে নেতাজী সুভাষ চন্দ্র বসু, নেইল দ্বীপের নাম বদলে রাখা হবে শহিদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম বদলে রাখা হবে স্বরাজ দ্বীপ ৷
সালটা ছিল ১৯৪৩ ৷ ওই বছরেরই ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে জাতীয় পতাকা উত্তোলন করে পোর্ট ব্লেয়ারকে স্বাধীন বলে চিহ্নিত করেছিলেন সুভাষ চন্দ্র বসু ৷ সেই ঘটনাকে স্মরণ করেই আগামী রবিবার ১৫০ মিটার লম্বা জাতীয় পতাকা উত্তোলন করবেন মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নাম বদলের অনুষ্ঠানে হাজির থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷