রাজ্যে বর্ষা ঢোকার আগে থেকেই বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয় মোট ৩১ জনের। বর্ষা প্রবেশের পর বাজ পড়ে মৃতের সংখ্যা আরও বেড়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, নিম্নচাপের টানে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিনত হয়েছে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে হয়ে বাংলাদেশের দিকে এগোবে।
advertisement
এর জেরেই কলকাতা সহ উপকূলের জেলায় ধেয়ে আসবে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও। ওড়িশা ও ছত্তিশগড়েও সক্রিয় হবে মৌসুমী বায়ু । বাংলা ও সিকিমের বাকি অংশেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। এর জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।