সোমবার নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, দমকল দফতরের কর্তারাও ৷ সেখানে পুজো সংক্রান্ত নানা বিষয় ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় ৷ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই অনুদানের ঘোষণা ৷
আরও পড়ুন
advertisement
বেতন ৭৩ হাজার, মেট্রো রেলে আকর্ষণীয় চাকরির সুযোগ
কলকাতা ও গ্রাম বাংলা মিলিয়ে মোট ২৮ হাজার পুজো কমিটি পাবেন ১০ হাজার টাকা করে অনুদান ৷ এর মধ্যে কলকাতার ৩০০০ পুজোকে অনুদান দেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দমকল ডিপার্টমেন্ট ৷ অন্যদিকে, পর্যটন বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতা সুরক্ষা দফতরের থেকে ১০ হাজার টাকা করে অনুদান পাবে গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷
আরও পড়ুন
ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে শিক্ষকের চাকরি, পুলিশের জালে ২৫০০
এখানেই শেষ নয়, পুজো কমিটিগুলিকে এবার দমকল বা সংশ্লিষ্ট কোনও দফতরকে লাইসেন্স বাবদ কোনও ফি দিতে হবে না। সিইএসসি এলাকায় গতবার বিদ্যুতের বিলে ১৮ থেকে ২০ শতাংশ ছাড় পেয়েছিল পুজো কমিটিগুলি। এবার তারা পাবে ২৩ শতাংশ ছাড়।