TRENDING:

একটা নয় দু‘টো নয়, বাড়িতেই বাস করছিল ২৪ টি গোখরো সাপ!

Last Updated:

বাড়িতেও রইল না নিরাপত্তার আশ্রয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: দুধ কলা দিয়ে কালসাপ পোষা এটা একটা জনপ্রিয় প্রবাদ ৷ যা ঘটনার সাক্ষী হয়ে রইল চট্টগ্রামের রাউজান এলাকা তাতে এই প্রবাদও ফেল মেরে যাবে ৷ একটা নয় দু‘টো নয় একেবারে উদ্ধার হল ২৪ টি সাপ ৷
advertisement

তাও কোনও পরিত্যক্ত এলাকা থেকে নয় একেবারে একজনের বাড়ি থেকে এই পরিমাণে সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ চট্টগ্রামের পাহাড়তলি এলাকার আহমেদ খাঁ নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সাপ ৷

বাড়ির ইঁদুরের গর্তে প্রথম একটি সাপের বাচ্চা দেখতে পান বাড়ির বাসিন্দারা ৷ সেই সাপটিকে ধরার জন্য তাঁরা সাপুড়েকে খবর পাঠান ৷ সে আসার পরই শুরু হয় চমক ৷ ইঁদুরের গর্ত থেকে একে একে বেরোতে থাকে সাপের বাচ্চা ৷

advertisement

আরও পড়ুন - #MeToo: যৌন নির্যাতন থেকে ধর্ষণ একের পর এক অভিযোগে কোনঠাসা তারকারা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই উদ্ধারকাজ দেখতে জমে যায় ভিড় ৷ মোট ২৪ টি গোখরো সাপ উদ্ধার হয় ৷ গোটা ঘটনার পর এলাকায় একটা ভয়ের পরিবেশ রয়েছে ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
একটা নয় দু‘টো নয়, বাড়িতেই বাস করছিল ২৪ টি গোখরো সাপ!