TRENDING:

মক্কা মসজিদ হামলায় পাঁচ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করল এনআইএ আদালত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: উপযুক্ত প্রমাণের অভাবে ২০০৭ সালের মক্কা মসজিদ হামলায় বেকসুর খালাস পাঁচজন অভিযুক্তই ৷ সোমবার বিশেষ এনআইএ আদালত এই মামলার রায় দেয় ৷
advertisement

ঘটনাটি ঘটে ২০০৭ সালের ১৮ মে ৷ নামাজ পড়ার সময় প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের মক্কা মসজিদ ৷ এই হামলায় নিহত হন ৯ জন এবং ১৮ জন গুরুতর আহত হন ৷ প্রাথমিক তদন্তের পর এই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই-র হাতে ৷ ২০১১ সালে সেই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ ৷ এনআইএ-র তদন্তেই উঠে আসে পাঁচ জন অভিযুক্তের নাম ৷ কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম সাক্ষ্যপ্রমাণ যোগাড় করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই কারণেই ধৃত স্বামী অসীমানন্দসহ সকল অভিযুক্তদেরই বেকসুর খালাস করে এনআইএ আদালত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এনআইএ আদালতের রায়ের পরই আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন এক ব্যক্তি ৷ তিনি বলেন, ‘তাহলে আমাদের ভাই বোনদের হত্যাকারীদের বিচার হবে না ? কোনওদিন কি সত্যিটা সামনে আসবে ?’

বাংলা খবর/ খবর/দেশ/
মক্কা মসজিদ হামলায় পাঁচ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করল এনআইএ আদালত