পুলিশ সূত্রে খবর, কলেজে ভর্তির জন্য বেশ কয়েকদিন আগেই সঞ্জীব দাস মণীন্দ্র কলেজে যান ৷ সেখানেই রীতেশ এবং লালসাহেবের সঙ্গে আলাপ হয় সঞ্জীবের ৷ কলেজে ভর্তি হওয়ার নিয়মকানুন নিয়ে দু’জনের সঙ্গে কথা বলতে শুরু করেন সঞ্জীব ৷ এরপরই ওই দুই অভিযুক্ত সঞ্জীবে কাছে টাকা দাবি করে ৷ মোটা নগদ টাকার বিনিময়ে কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় ওই দুই অভিযুক্ত ৷ কিন্তু এরপরই প্রতিবাদ জানাতে শুরু করেন সঞ্জীব ৷ কিন্তু ওই দুই অভিযুক্তও নাছোড়বান্দা হয়ে পড়ে ৷ তারা মোটা টাকার দাবি জানিয়ে বারবার ফোন করতে থাকে সঞ্জীব এবং তার পরিবারকে ৷ এমনকী, পুলিশে জানালেও খুনের হুমকি দেওয়া হয় সঞ্জীবকে ৷ এমনটাই দাবি করেন সঞ্জীব ৷ ধৃত রীতেশ শ্রীশচন্দ্র কলেজের পড়ুয়া ৷ অন্যদিকে, লালসাহেব শ্রীশচন্দ্র কলেজের প্রাক্তনী ৷
advertisement
মণীন্দ্র কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷ পুলিশের কড়া নজরদারি কলেজের গেটেও ৷ পড়ুয়াদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে কলেজে ঢোকার আগে ৷ ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগও ৷ রীতেশ এবং লালসাহেব ছাড়া আর কেউ এমন ঘটনায় জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত করছে পুলিশ ৷