TRENDING:

কাকভোরে গুলির লড়াই কাশ্মীরে! খতম ২ লস্কর জঙ্গি

Last Updated:

এ দিন ভারতীয় সেনার ৩০ নম্বর রাষ্ট্রীয় রাইফেল, ৯২ ব্যাটেলিয়ান সিআরপিএফ জওয়ান ও স্পেশাল অপারেশন দল হন্দওয়ারায় জঙ্গি নিধন অভিযানে নামে৷ ওই এলাকায় সন্দেহজনজনক গতিবিধির খবর পেয়েছিল পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: জম্মু-কাশ্মীরের হন্দওয়ারায় সেনার গুলিতে খতম ২ লস্কর জঙ্গি৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার গ্রাম হন্দওয়ারায় দুই লস্কর তৈবার সদস্য গা ঢাকা দিয়েছে বলে আগেই পুলিশের কাছে খবর ছিল৷ মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালায় সেনা৷
advertisement

এ দিন ভারতীয় সেনার ৩০ নম্বর রাষ্ট্রীয় রাইফেল, ৯২ ব্যাটেলিয়ান সিআরপিএফ জওয়ান ও স্পেশাল অপারেশন গোষ্ঠী হন্দওয়ারায় জঙ্গি নিধন অভিযানে নামে৷ ওই এলাকায় সন্দেহজনজনক গতিবিধির খবর পেয়েছিল পুলিশ৷ তল্লাশি শুরু করতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে৷ শুরু হয়ে যায় সংঘর্ষ৷ ২ জঙ্গির মৃত্যু হয় গুলিতে৷ দুজনেই ওই গ্রামের বাসিন্দা৷ সম্প্রতি তারা লস্কর ই তৈবায় নাম লিখিয়েছিল৷

advertisement

হন্দওয়ারায় এ দিন রাত আড়াইটেয় অভিযান শুরু করে সেনা৷ ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও ভিডিয়ো: যে কোনও মুহূর্তে ভাঙতে পারে এই ৪ সেতু! যাতায়াত আছে নাকি?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
কাকভোরে গুলির লড়াই কাশ্মীরে! খতম ২ লস্কর জঙ্গি