TRENDING:

১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও জ্বলছে মালভিয়া নগর, আগুন নেভাতে ঘটনাস্থলে বায়ুসেনার চপার

Last Updated:

১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও দাউদাউ করে জ্বলছে মালভিয়া নগর ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮০ টি ইঞ্জিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও দাউদাউ করে জ্বলছে মালভিয়া নগর ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮০ টি ইঞ্জিন ৷ কিন্তু সারারাত কেটে গেলেও আগুন নিয়ন্ত্রনে রীতিমত হিমশিম খেয়েছে দমকল বাহিনী ৷ আগুন নিয়ন্ত্রনে আনতে অবশেষে ঘটনাস্থলে নামান হয়েছে বায়ুসেনার চপার ৷ বুধবার সকালে পালাম বিমানবন্দর থেকে MI17 হেলিকপ্টারে করে জল নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ৷ রাজধানীর বুকে সাম্প্রতিক কালে এটাই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷
advertisement

আরও পড়ুন: দিল্লির শপিং মলের কাছে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০ ইঞ্জিন

গতকাল সন্ধ্যেতে দিল্লির শপিং মলে কাছে ভয়াবহ আগুন লাগে ৷ মালভিয়া নগর এলাকায় প্রথমে একটি ট্রাকে আগুন লাগে ৷ এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি গোডাউনে ৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে দক্ষিণ দিল্লির অনেকটা এলাকাজুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩০টি ইঞ্জিন ৷ কিন্তু রাত বাড়তেই হাওয়ার দাপটে আশেপাশের বিল্ডিং গুলোতেও ছড়িয়ে পড়ে আগুন ৷

advertisement

পুলিশের অনুমান, ট্রাকটির মধ্যে রাবার এবং দাহ্য বস্তু থাকার জন্য দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন ৷ ভয়াবহ আগুনের জেরে আশেপাশের ১৩টি বিল্ডিংয়ে আগুন লেগে যায় ৷ এরমধ্যে রয়েছে একটি জিম এবং স্কুলও ৷ যদিও সবাইকে নিরাপদে বিল্ডিং থেকে বের করে আনা হয়েছে ৷ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ৷ তবে, এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

দমকল আধিকারিক সূত্রে খবর, আগুন নেভাতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা ৷ কারণ জায়গাটি এতটাই সংকীর্ণ যে দমকল বাহিনী এলাকায় ঢুকতে পারছেন না ৷ তার জেরেই এলাকাজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন ৷ আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও জ্বলছে মালভিয়া নগর, আগুন নেভাতে ঘটনাস্থলে বায়ুসেনার চপার