৪০ জন কেজি ও নার্সারির বাচ্চার সঙ্গে এমনই অমানবিক ব্যবহারের অভিযোগ উঠেছে দিল্লির রাবিয়া গার্লস পাবলিক স্কুলের বিরুদ্ধে ৷ ওই স্কুলের কেজি ও নার্সারির ১৬ জন পড়ুয়ার অভিভাবক থানায় অভিযোগ জানান যে, সময়মতো স্কুলের ফি জমা না পড়ায় তাদের এবং আরও ২৪ জন লোয়ার কিন্ডারগার্ডেনের ৪ থেকে ৬ বছরের বাচ্চাকে অন্ধকার বেসমেন্টে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয় ৷ শুধু তাই নয়, বাচ্চাদের আতঙ্কিত করতে বেসমেন্টে সমস্ত পাখা ও হাওয়া ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় ৷
advertisement
আরও পড়ুন
অযোধ্যার রাজকন্যাকে বিয়ে করেন কোরিয়ার রাজা, তখন থেকেই ভালো সম্পর্ক আমাদের: যোগী আদিত্যনাথ
৪০ ডিগ্রি গরমে, অন্ধকারে, আতঙ্কে বাচ্চারা চিৎকার করে কাঁদতে থাকলেও রেহাই মেলেনি ৷ ৬ ঘণ্টা বাদে মুক্তি পাওয়ার পর অধিকাংশ বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের ৷ এমনকি সমস্ত বাচ্চাদের মনে তৈরি হয়েছে মারাত্মক আতঙ্ক ৷
ঘটনার কথা সামনে আসতে ছড়ায় চাঞ্চল্য ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকার করেন ৷ ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷ উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও ঘটনার কথা জানতে পেরে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ৷