রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষায় জোর দিতে ইছাপুর-বারাকপুরের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বসানোর কাজ শুরু হয়েছে ৷ এর জেরে শুক্রবার ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৮টি ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে ৷ এদিনের জন্য বাতিল ৪৪টি লোকাল ট্রেন ৷ বাতিলের অধিকাংশই বারাকপুর-নৈহাটি লোকাল ৷ অফিস টাইমে হয়রানির আশঙ্কা রেলযাত্রীদের। এর জেরেই অনিয়মিত ট্রেন পরিষেবায়। শিয়ালদহ মেন লাইনে দুর্ভোগ যাত্রীদের।
advertisement
আরও পড়ুন
#377: ‘দিনে আমি পুরুষ, রাত বাড়তেই আমার শরীরে মহিলার আস্তানা’
শুক্রবার অর্থাৎ এদিনের জন্য বাতিল হয়েছে মোট ২২টি আপ ও ডাউন ট্রেন ৷ এর মধ্যে রয়েছে সাত জোড়া বারাকপুর লোকাল, ন’ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট–লালগোলা লোকাল ও এক জোড়া দমদম–বারাকপুর লোকাল৷
advertisement
আরও পড়ুন
Location :
First Published :
September 07, 2018 3:06 PM IST