সোশাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করে বিগ বি লেখেন, ''আর পাঁচটা বাবা- ছেলের মতো নয়! সবার থেকে আলাদা এই বাবা ছেলের সঙ্গে জীবন সেলিব্রেট করুন"। ঋষি কাপুরের ভাষায়, ''বাপ কুল, বেটা ওল্ড স্কুল''।
আরও পড়ুন-
রণবীরের নগ্ন ছবি তুলতে গিয়ে ধরা পড়ল ফ্যান, তারপর যা ঘটল...
advertisement
সৌম্য জোশির লেখা, একই নামের গুজরাতি নাটক অবলম্বনে লেখা ছবির প্লট। প্রধান চরিত্রে ১০২ বছরের মজাদার, জীবনী শক্তিতে ভরপুর এক বাবা আর তার রাগি ছেলে। বাবার চরিত্রে দেখা যাবে অমিতাভকে, ছেলে ঋষি কাপুর। ২৭ বছর পর, এই দুই মহারথী আবার একসঙ্গে পর্দায়।
advertisement
যৌন হেনস্থার অভিযোগ জিনত আমানের, গ্রেফতার ব্যবসায়ী
ছবিতে বিগ বি 'BAADDUUMMBAAA' নামে একটি গানও গেয়েছেন। এই কথাটা খোদ বিগ বি'র আবিষ্কৃত। সোশাল মিডিয়ায় মনের খুশি বোঝাতে এই কথাটা ব্যবহার করেন তিনি।
advertisement
Location :
First Published :
March 23, 2018 3:08 PM IST