TRENDING:

#EgiyeBangla: ১০০ দিনের কাজে চন্দ্রকোণায় এসেছে উন্নয়নের জোয়ার, প্রশাসনের মুখেও স্বস্তির হাসি

Last Updated:

২০১৭-১৮ অর্থবর্ষে একশো দিনের কাজের নিরিখে সেরার শিরোপা পেয়েছে এই পঞ্চায়েত সমিতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চন্দ্রকোণা: ১০০ দিনের কাজে পশ্চিম মেদিনীপুর জেলার সেরা চন্দ্রকোণা ১ পঞ্চায়েত সমিতি। ২০১৭-১৮ অর্থবর্ষে একশো দিনের কাজের নিরিখে সেরার শিরোপা পেয়েছে এই পঞ্চায়েত সমিতি। মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কারও পেয়েছেন চন্দ্রকোণা এক পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। একশ দিনের কাজের প্রকল্পে আরও বেশি করে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement

পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুর এলাকায় চন্দ্রকোণা ১ পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি তৈরি হয়েছে জাড়া, লক্ষ্মীপুর, মাংরুল, মানিককুণ্ডু, মনোহরপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েত নিয়ে। চন্দ্রকোণা এক পঞ্চায়েত সমিতির মুেখ এখন চওড়া হাসি। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, একশো দিনের কাজে পশ্চিম মেদিনীপুর জেলায় সব পঞ্চায়েত সমিতিেক পিছনে ফেলে সেরার শিরোপা পেয়েছে চন্দ্রকোণা ১ পঞ্চায়েত সমিতি। একশো দিনের কাজের নিরিখে সবচেয়ে বেশি পরিমাণে শ্রমিক নিয়োগ করতে পেরেছে স্থানীয় প্রশাসন। সেকারণেই সেরার মর্যাদা।

advertisement

পঃ মেদিনীপুরের চন্দ্রকোণা ১ পঞ্চায়েত সমিতি জেলার মধ্যে সেরা

২০১৭-১৮ অর্থবর্ষে পঃ মেদিনীপুরের চন্দ্রকোণা ১ পঞ্চায়েত সমিতি জেলার মধ্যে সেরা ৷ ১১ হাজার পরিবার ১০০ দিনের কাজে যুক্ত ৷

১০০ দিনের কাজে আর্থিক হাল ফিরেছে গ্রামগুলিতে ৷ মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার পেয়েছেন পঞ্চায়েত সমিতির আধিকারিকরা ৷

সেরার শিরোপা পেয়ে উৎসাহিত হয়েছেন পঞ্চায়েত সমিতির আধিকারিকেরা। ১০০ দিনের কাজের প্রকল্পে আরও বেশি করে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকায় একশ দিনের কাজে পুকুর খোঁড়া হয়েছে। এই পুকুরে কৃত্রিমভাবে মুক্ত চাষ করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে শুরু হচ্ছে মুক্তচাষ। বিভিন্ন পুকুরের ধারে গাছের চারা ও কলম তৈরিও করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়েই মুক্ত চাষ ও নার্সারির কাজ করানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

একশো দিনের প্রকল্পে অভাব কেটেছে বহু মানুষের। খিদে পেটে ঘুমানোর দিন শেষ। বরং একশো দিনের কাজে আয় করে সংসারে হাসি ফোটাচ্ছেন অনেকেই। অভাবের অন্ধকার কাটিয়ে প্রশাসনের মুখেও স্বস্তির হাসি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: ১০০ দিনের কাজে চন্দ্রকোণায় এসেছে উন্নয়নের জোয়ার, প্রশাসনের মুখেও স্বস্তির হাসি