TRENDING:
বাংলা খবর / ক্রিকেট / আইপিএল ২০২৫ / কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫
advertisement

কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫

ব্যাটসম্যান

  • ipl
    Ajinkya RahaneRight Handed
  • Angkrish RaghuvanshiRight Handed
  • Manish PandeyRight Handed
  • Ramandeep SinghRight Handed
  • Rinku SinghLeft Handed

বোলার

  • Anrich NortjeRight-arm fast
  • Chetan SakariyaLeft-arm medium fast
  • Harshit RanaRight-arm fast
  • Mayank MarkandeLeg break
  • Shivam ShuklaRight-arm fast
  • Spencer JohnsonLeft-arm fast
  • Vaibhav AroraRight-arm fast medium
  • Varun ChakaravarthyLeg break googly

অল রাউন্ডার

  • Andre RussellRight Handed
  • Anukul RoyLeft Handed
  • Moeen AliLeft Handed
  • Sunil NarineLeft Handed
  • Venkatesh IyerLeft Handed

উইকেট কিপার

  • Luvnith SisodiaLeft Handed
  • Quinton de KockLeft Handed
  • Rahmanullah GurbazRight Handed
এবার আইপিএল (IPL 2025) হবে এই টুর্নামেন্টের ১৮ তম মরশুম। এই টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করবে। ২০০৮ থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় আইপিএল। দেখে নিন আইপিএলের ১০টি দলের সম্পূর্ণ স্কোয়াড।  এবারের আইপিএলে খেলবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals), গুজরাত টাইটান্স (Gujrat Titans), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), লখনউ সুপার জায়ন্টস (Lucknow Super Giants), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Kings), পঞ্জাব কিংস (Punjab Kings), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bengaluru) , সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)৷ কেকেআর (KKR) ৩ বার ট্রফি জেতা দল, তাদের সামনে এবার খেতাব রক্ষার চ্যালেঞ্জ, সেই লড়াইতে  অবশ্য গতবারের উইনিং কম্বিনেশন বজায় রেখে দিতে পারেনি৷ এমনকি নিজের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মেন্টর গৌতম গম্ভীরকেও ধরে রাখতে পারেনি৷ চেন্নাই সুপার কিংস (CSK) পাঁচবার খেতাব জিতেছে, মুম্বই ইন্ডিয়ান্স (MI) খেতাব জিতেছে ৫ বার জিতেছে৷ এবারের সবচেয়ে দামিতম খেলোয়াড় হেনরিক ক্লাসেন রয়েছেন ২৩ কোটি টাকা দিয়ে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)৷ সানরাইজার্সও একবার খেতাব জিতেছে৷ অন্যদিকে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বড় দাম পেয়েছে বিরাট কোহলি- যিনি আরসিবি (RCB) থেকে ২১ কোটি টাকা পেয়েছেন৷ এতবার এত খেলেও আরসিবি এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি৷ এছাড়াও আইপিএলে দিল্লি ক্যাপিটাল্স (DC), লখনউ সুপার জায়ন্টস (LSG), পঞ্জাব কিংস (PBKS) - এখনও পর্যন্ত কখনও আইপিএল ট্রফি জিততে পারেনি৷ এদিকে গুজরাত টাইটান্স সবে আত্মপ্রকাশের পরেই খেতাব জিতেছিল৷
advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল