JOIN US

আপনার শহর নির্বাচন করুন

    আলিপুরদুয়ার
    বাঁকুড়া
    বীরভূম
    কোচবিহার
    দক্ষিণ দিনাজপুর
    দার্জিলিং
    হুগলি
    হাওড়া
    জলপাইগুড়ি
    মালদহ
    মুর্শিদাবাদ
    নদিয়া
    উত্তর ২৪ পরগণা
    পূর্ব বর্ধমান
    পূর্ব মেদিনীপুর
    পুরুলিয়া
    শিলিগুড়ি
    দক্ষিণ ২৪ পরগনা
    উত্তর দিনাজপুর
    পশ্চিম বর্ধমান
    পশ্চিম মেদিনীপুর
    বাংলা খবর / খবর / দেশ / West Bengal News Today Live: জমে উঠল বিহার ভোট! রাহুলের মন্তব্য ঘিরে তোলপাড়, এবার সরাসরি মোদির নিশানায় কংগ্রেস সাংসদ
    AUTO REFRESH

    West Bengal News Today Live: জমে উঠল বিহার ভোট! রাহুলের মন্তব্য ঘিরে তোলপাড়, এবার সরাসরি মোদির নিশানায় কংগ্রেস সাংসদ

    বিজ্ঞাপন

    West Bengal, Kolkata Latest News Today Live Updates in Bengali: প্রদীপ করের বিচার চেয়ে আজ পথে তৃণমূল। নজর থাকবে আবহাওয়ার উপরেও। ফাইনালে ওঠার লড়াইয়ে হরমনপ্রীতরা। নজর থাকবে আজকের আবহাওয়ার উপরে।

    বিজ্ঞাপন
    News18 বাংলা আরও খবর পড়তে ফলো করুন

    কলকাতা: লোকাল থেকে গ্লোবাল। আজ দিনভর থাকছে ঘটনার ঘনঘটা। NRC আতঙ্কে মৃত আগরপাড়ার প্রদীপ করের বাড়িতে গতকালই গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আজ, বৃহস্পতিবার থেকে দিয়েছিলেন পথে নামার ডাক৷ সারা রাজ্যজুড়েই হবে শাসকদলের মিছিল৷ মিছিল প্রদীপ করের বাড়ির এলাকাতেও৷ অন্যদিকে, আজও দিনভর নজর থাকবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার উপরে৷ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মান্থা৷ আগামী কয়েকদিন তা এগোবে উত্তর-পশ্চিমের দিকে৷ যার জেরে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও৷ ট্যারিফ নিয়ে টানাপড়েনের মাঝেই আজ দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং৷ কোল্ড ওয়ারের মাঝে সাক্ষাৎ কতটা উষ্ণ হয়, নজর থাকবে সেদিকে৷ খেলার দুনিয়াতেও আজ গুরুত্বপূর্ণ দিন৷ আজ, মহিলা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ভারত৷ হরমনপ্রীতদের প্রতিপক্ষ অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া৷

    October 30, 2025, 12:26 pm IST

    সিইও দফতরের ওয়েবসাইট অচল

    এসআইআর ঘোষণার পরেই সিইও দফতরের ওয়েবসাইট অচল!স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) ঘোষণার পরই ক্র্যাশ করল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক(সিইও) দফতরের ওয়েবসাইট।

    সোমবার থেকে একসঙ্গে এক কোটিরও বেশি মানুষ এই ওয়াবসাইটে ঢুকতে গিয়ে এই অচলাবস্থা তৈরি সিইও ওয়েবসাইটে। ‘সার’ ঘোষণার পরই সকলেই ২০০২-এর ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গিয়ে সিইও ওয়েবসাইটে ঝাঁপিয়ে পড়ার জের।

    কিন্তু সার্ভার শেষ পর্যন্ত সহ্য করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এনআইসি ওই ওয়েবসাইটের সার্ভার দেখাশোনা করে।

    সিইও দফতর থেকে এনআইসির সঙ্গে যোগাযোগ। কারণ, ওয়েবসাইট অচল হওয়ার ফলে জেলা প্রশাসনের কাছে ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ ফাইল পাঠানো যাচ্ছে না।

    October 30, 2025, 12:00 pm IST

    গোটা বিশ্বে উদযাপিত হয় ছট, কিন্তু কংগ্রেস কী করছে তাকে: নরেন্দ্র মোদি

    গত বুধবারই বিহারের মুজফফরপুরে জনসভা করে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ আজ, বৃহস্পতিবার সেখানেই প্রচারসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এদিন সভামঞ্চ থেকে ছটপুজোর প্রসঙ্গ তুলে কংগ্রেস ও আরজেডি-কে একযোগে আক্রমণ করেন মোদি৷ দাবি করেন, ছট মাইয়াকে অপমান করেছেন তাঁরা৷ মোদি বলেন, ‘‘আপনারা আপনাদের ছেলেকে দেখেছেন, সারা বিশ্বে ছট মাইয়ার আভা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে৷ আর এক দিকে, কী করছে কংগ্রেস আর আরজেডি? ছট মাকে অপমান করছে৷’’

    মোদি বলেন, ‘‘আপনারাই বলুন, শুধুমাত্র ভোটের জন্য কি ছট মাকে অপমান করা যায়? বিহার কি এই অপমান সহ্য করবে? আমাদের মায়েরা যাঁরা নির্জলা উপবাস রেখেছেন, তাঁরা কি সহ্য করবেন? আপনারা তাঁদের শাস্তি দেবেন কি না?’’ ছট পুজো ও নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে সম্প্রতি করা রাহুল গান্ধির মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ভোটমুখী বিহারে৷

    October 30, 2025, 11:20 am IST

    বিরল খনিজ নিয়ে চিনের সঙ্গে ১ বছরের চুক্তি, ঘোষণা করলেন ট্রাম্প

    দক্ষিণ কোরিয়ার বুসানে দেখা হল দুই মহারথীর৷ ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং৷ বৈঠক শেষে দুই বড় ঘোষণা করলেন ট্রাম্প৷ জানা গিয়েছে, আগামী ১ বছরের জন্য চিনের সঙ্গে বিরল খনিজ সরবরাহের চুক্তি করেছে আমেরিকা৷ পাশাপাশি, আগামী বছরের এপ্রিল মাসে তাঁর বেজিং যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ্যে বলেছেন তিনি৷ ট্রাম্প জানিয়েছেন, যে ফেনট্যানাইল রফতানি নিয়ে দু‌দেশের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল, তা ১০ শতাংশ কিয়ে দেওয়া হবে৷ ট্রাম্প বলেন, ‘‘এক বছরের বিরল পৃথিবী চুক্তি, যা প্রতি বছর পুনর্বিবেচনা করা হবে৷’’
    বিজ্ঞাপন
    October 30, 2025, 10:41 am IST

    ‘দুর্দান্ত বৈঠক,’ জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে চিনের ট্যরিফ ৪৭% করলেন ট্রাম্প

    শেষ হল বহু প্রতিক্ষিত ট্রাম্প-জিনপিং বৈঠক৷ দক্ষিণ কোরিয়ার বুসানে আজ, বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রনেতা৷ এদিনের বৈঠককে ‘দুর্দান্ত বৈঠক’ বলে উল্লেখ করেছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট৷ এমনকি, বৈঠক থেকে বেরিয়েই চিনা পণ্যের উপরে লাগু থাকা ৫৭% ট্যারিফ কমিয়ে ৪৭% করে দিলেন বলে জানিয়েছেন তিনি৷

    ট্রাম্প জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতা এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে সব বিষয়ে নয়৷ তবে, আগামিদিনে তাঁরা দু’জনে মিলে ধীরে ধীরে দু’দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন বলে মনে করেন তিনি৷

    October 30, 2025, 10:02 am IST

    হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা

    আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা। রাজ্যের এক জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা। হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা।
    October 30, 2025, 10:01 am IST

    ভিনদেশি কর্মীদের আবারও টার্গেট ট্রাম্পের, বাইডেনের সময়কাল নিযম বাতিল

    বাইডেনের সময়কার নিয়মে বড় বদল আনলেন ডোনাল্ড ট্রাম্প৷ আবারও ট্রাম্পের টার্গেটে ভিনদেশ থেকে আসা অভিবাসীরা৷ আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি বিভাগ জানিয়েছে, ভিনদেশ থেকে আসা কর্মীদের ক্ষেত্রে আর স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এমপ্লয়মেন্ট অথরাইজেন ডকুমেন্টস (EAD) পুনর্বীকরণ হবে না৷ পারমিট রিনিউ করার জন্য আবার করে আবেদন দাখিল করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের৷ ট্রাম্পের এই নিয়ম আমেরিকায় কর্মরত ভারতীয়দের উপরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে৷

    বিজ্ঞাপন
    October 30, 2025, 9:51 am IST

    ব্রাজিলের রিওতে রক্তগঙ্গা! ১২৪ জনের মৃত্যু

    ব্রাজিলের রিওতে রক্তগঙ্গা! রিও ডি জেনেইরোয় মাদক বিরোধী অভিযানে সংঘর্ষ৷ পুলিশ-মাফিয়া সংঘর্ষের কমপক্ষে ১২৪ জনের মৃত্যু৷ ৪ জন পুলিশ অফিসারেরও মৃত্যু হয়েছে সংঘর্ষে৷ কম্যান্ডো ভেরমেলহো নামে গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান৷ আড়াই হাজার পুলিশ-নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান৷ অভিযানে গ্রেফতার ড্রাগ মাফিয়া গ্যাংয়ের কিংপিন৷ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার নির্দেশে অভিযান৷

    October 30, 2025, 9:43 am IST

    আজ ডার্বি, সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান

    আজ কলকাতা ডার্বি। সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মঙ্গলবার ইস্টবেঙ্গল জেতায় এবং মোহনবাগান ড্র করায় আজকের এই ম্যাচ ঘিরে থাকছে টানটান উত্তেজনা। শুক্রবার যারা হারবে, তারাই বিদায় নেবে। শুধু তাই নয়, যারা জিতবে তাদের সেমি ফাইনালে যাওয়া নির্ভর করবে ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচের ফলের উপর।

    October 30, 2025, 10:55 am IST

    ২ কিলোমিটার ধাওয়া করে বাইককে পিষে দিল চার চাকা, বেঙ্গালুরুতে ধৃত দম্পতি

    ছোটখাট একটা দুর্ঘটনার পরে একটি বাইকে ২ কিলোমিটার ধাওয়া করে ফের ধাক্কা দেওয়ার অভিযোগ৷ বেঙ্গালুরুতে বাইককে ধাক্কা দিয়ে এক গিগ কর্মীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর এক দম্পতির বিরুদ্ধে৷ বাইকের পিছনে থাকা আরোহীও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় নিহত ব্যক্তির নাম ২৪ বছর বয়সি দর্শন।

    বিজ্ঞাপন
    October 30, 2025, 9:31 am IST

    ‘সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’, অভিষেকের ডাকে আজ মিছিল

    ‘সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’৷ এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার পানিহাটিতে প্রতিবাদ-মিছিলের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মৃত্যু হয়েছে পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। তৃণমূলের বক্তব্য, ‘‘প্রদীপবাবু আত্মহত্যা করেছেন, এনআরসি আতঙ্কে। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।’’ বুধবার বিকেলে তাঁর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। পরিবারের লোকেদের সান্ত্বনা দিয়ে সর্বতভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন, ‘‘আপনারা ভয় পাবেন না। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে আপনাদের কেউ বাংলাদেশে পাঠাতে পারবে না।’’ তীব্র আক্রমণ করে বলেন, ‘‘এই মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। ’’

    October 30, 2025, 9:23 am IST

    সেমি ফাইনাল! ময়দানে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

    টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে আজ ময়দানে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া৷ ফাইনালে ওঠার লড়াইয়ে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকেই সেমি ফাইনালে হারাতে হবে হরমনপ্রীতদের৷ খেলা শুরু বেলা ৩টে থেকে৷

    October 30, 2025, 9:17 am IST

    বেহালায় শোভন চট্টোপাধ্যায়ের নামে পোস্টার

    আবারও বেহালায় পোস্টার পড়ল শোভন চট্টোপাধ্যায়ের নামে। পোস্টারের নীচে লেখা শোভন চট্টোপাধ্যায়ের অনুগামীরা৷

    পোস্টারে লেখা রয়েছে, ‘‘বেহালার ভূমিপুত্র শোভন চট্টোপাধ্যায়কে NKDA-এর চেয়ারম্যান করার জন্য ধন্যবাদ বাংলার নব রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷

    ধন্যবাদ প্রচারে : বিদ্যুৎ মিত্র ,চন্দন ঘোষ।’

    বিজ্ঞাপন
    October 30, 2025, 9:15 am IST

    কংগ্রেস নেতা মাকে খুন-ধর্ষণের হুমকি!

    কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের মাকে খুন ধর্ষণের হুমকি। ৫০ লক্ষ টাকা জমা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি চিঠি। স্পিড পোস্টে চিঠি নেতার মায়ের চেম্বারে।

    ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা আশুতোষ। ঘটনা জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতৃত্বকে। পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেও বিষয়টি জানিয়েছেন তিনি। কলকাতার পুলিশ কমিশনারকে টেলিফোনে জানিয়েছেন বলেও জানিয়েছেন আশুতোষ।

    October 30, 2025, 9:13 am IST

    ট্রাম্পের প্রশংসার পরে বার্তা শি জিনপিংয়েরও

    ট্রাম্পের প্রশংসার পরেই পাল্টা বার্তা আসে শি জিনপিংয়ের তরফেও৷ শি জানিয়েছে, ‘‘অনেক বছর পরে আপনার সঙ্গে দেখা হবে৷ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে৷’’ জিনপিং জানিয়েছেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে৷ তাঁরা বহুবার চিঠিপত্র বিনিময়ও করেছেন৷ শি জানান, ‘‘আমাদের যৌথ প্রয়াসে ভারত-চিন সম্পর্ক আরও স্থায়ী এবং পূর্ণতা লাভ করবে৷ আমাদের দেশের ভিন্ন অবস্থানের কারণে আমরা হয়ত সবসময় ঐকমত্য হই না৷ তবে দুই বৃহৎ অর্থনীতির মধ্যে মাঝেমাঝে এমন সংঘর্ষ হওয়া খুবই স্বাভাবিক৷’’

    October 30, 2025, 9:04 am IST

    ‘মহান দেশের মহান নেতা,’ জিনপিং-এর প্রশংসা ট্রাম্পের

    ট্যারিফের পর ট্যারিফ চাপালেও সাক্ষাতের আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বললেন, ‘‘চিনের প্রেসিডেন্টের সঙ্গে বহু বহু কালের চেনাশোনা, দুর্দান্ত একজন সম্মানীয় মানুষ৷ আমরা অনেক বিষয়েই ঐকমত্য হয়েছি৷ আরও অনেক বিষয়ে আলোচনাও চলছে৷ এক মহান দেশের মহান নেতা প্রেসিডেন্ট শি৷ আমার মনে হয় ভবিষ্যতে সুদীর্ঘকালের জন্য আমাদের মধ্যে ‘ফ্যান্টাস্টিক ফ্রেন্ডশিপ’ তৈরি হবে৷’’

    বিজ্ঞাপন
    October 30, 2025, 8:53 am IST

    আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা, ৬ জেলায় হলুদ সতর্কতা

    আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা। রাজ্যের ছয় জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা।

    • First Published :
    Install App

    ছবি

    লেটেস্ট খবর