রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা, গোলমাল থামাতে গিয়ে হাত উড়ে গেল পুলিশের
Last Updated:
রামনবমীর মিছিল ঘিরে উষ্ণতার পারদ চড়ছিল ৷ এবার শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ উত্তপ্ত হয়ে উঠে রানিগঞ্জের রাজারবাঁধে।
#রানিগঞ্জ: রামনবমীর মিছিল ঘিরে উষ্ণতার পারদ চড়ছিল ৷ এবার শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ উত্তপ্ত হয়ে উঠল রানিগঞ্জের রাজারবাঁধে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ শুরু হয় বোমাবাজি ৷ উত্তেজনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও ৷ গোলমাল থামাতে গিয়ে হাত উড়ে যায় আসানসোল-দুর্গাপুরের ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরির ৷ উত্তেজনায় ভাঙচুর করা হয় একাধিক বাড়ি, গাড়ি ও দোকান ৷
জানা গিয়েছে, যে পথ দিয়ে রামনবমীর মিছিল যাচ্ছিল সেখানে বাধা দেয় পুলিশ ৷ এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে ৷ এই নিয়ে খবর ছড়িয়ে পড়তেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ এরপর বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷ তাতেই গুরুতর আহত হয়েছেন অরিন্দম দত্ত চৌধুরি ৷ তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement
advertisement
Location :
First Published :
March 26, 2018 7:20 PM IST