Dilip Ghosh: রবিবারের ইকো পার্কে চমকে দিলেন দিলীপ ঘোষ, দেখা করতে এলেন 'বিশেষ অতিথি'!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Dilip Ghosh: প্রতিদিনের মতো আজকেও সবার সঙ্গে খোশমেজাজে হাসি ঠাট্টা করতে দেখা গেল দিলীপ ঘোষকে। দিলেন একাধিক বিষয়ে প্রতিক্রিয়াও।
কলকাতা: নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণকারী এবং বিজেপি কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিজয়া সম্মেলনীর আয়োজন করেছিল ইকোপার্কে আসা প্রাতঃভ্রমণকারীরা। সেখানে যোগ দেন বিজেপি কর্মী এবং বিজেপি নেতারা। বিজয়া সম্মেলনে দেখা যায় কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়ালকে। দিলীপ ঘোষের সঙ্গে টুম্পা কয়ালকে একান্তে কথা বলতেও দেখা যায়। প্রতিদিনের মতো আজকেও সবার সঙ্গে খোশমেজাজে হাসি ঠাট্টা করতে দেখা গেল দিলীপ ঘোষকে। দিলেন একাধিক বিষয়ে প্রতিক্রিয়াও।
মর্নিংওয়াক কারীদের নিয়ে বিজয়া সম্মেলনী
দিলীপ ঘোষ: মর্নিং ওয়াকে যারা আসে, তাদেরকে নিয়ে আমরা বিজয়া সম্মেলনী প্রতিবছর করি, দীপাবলি সম্মেলন করি, ছট পুজোয় ঠেকুয়া খাই। এখানে পরিচিত সবাই তো, একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছে। আজকে একটু ভিড় ছিল আমাদের পার্টির কার্যকর্তারাও অনেকে চলে এসেছেন আশপাশ থেকে, খুব আনন্দের সঙ্গেই হল আর কী।
advertisement
ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে বিজয়া সম্মিলনীতে সামিল কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল
দিলীপ ঘোষ: পরিচিত সবাই, খবর পেয়েছে তাদের সঙ্গে আমার পার্টির কার্যকর্তারা আছে। তাদের লড়াইকে সম্পূর্ণ সমর্থন আগেও করেছি। আমি ওই গ্রামে গেছি, ওখান থেকে মহিলা মোর্চার যাত্রা বার করেছি আমরা রূপা গাঙ্গুলীর নেতৃত্বে। এবারেও যে লড়াই এসেছে তাতে আমাদের প্রেসিডেন্ট, বিরোধী নেতা তাদের কেস নিয়ে সহযোগিতা করছেন। সেই জন্য দেখাও করতে এসেছিল আর বিজয়াও হয়ে গেল।
advertisement
advertisement
আরও পড়ুন: ভুয়ো নিয়োগপত্র নিয়েই স্কুলে যোগ দিতে হাজির! ছেয়ে যাচ্ছে এই প্রার্থীরা! কাকদ্বীপে ভয়ঙ্কর ঘটনা
রেশন দুর্নীতিতে মন্ত্রীর গ্রেফতারের পর এবার নজর তার সাঙ্গপাঙ্গদের উপর
বহু লোক এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বহু লোক সুবিধা নিয়েছে। ধীরে ধীরে নাম আসছে, তত ডকুমেন্ট আসছে, ফোন থেকে ফাইল থেকে নাম আসছে। সবাইকে জিজ্ঞাসাবাদ হবে।
advertisement
রেশন দুর্নীতি আবহের মাঝেই প্রধানমন্ত্রীর ৮০ কোটি দেশবাসীকে পাঁচ বছরের বিনামূল্যে রেশনের ঘোষণা
সারা দুনিয়াতে বিভিন্ন সমস্যা চলছে। করোনা, যুদ্ধ, বহু দেশের হ্যাম্পার হচ্ছে। অনেক দেশের অবস্থা খারাপ। আমাদের দেশে বিরাট জনতা সরকারের কাছে ক্ষমতা আছে ফ্রিতে খাওয়ানোর। যদিও বৃষ্টি কম হয়েছে, তাও আমাদের উৎপাদন কম হয় না। কিন্তু বাংলার লোকেদের চিন্তার বিষয় যে কেন্দ্র তো পাঠায় সাধারণ মানুষের কাছে পৌঁছবে কি? আবাস যোজনার টাকা লুট হচ্ছে, শৌচালয়ের টাকা লুট হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুতের টাকা লুট হচ্ছে, রেশন পর্যন্ত লুট হয়ে যাচ্ছে। তো চিন্তা আমাদের আছেই মোদি চাইলেও দিদি চাইছে না।
advertisement
আদালতের নির্দেশে ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল শিক্ষা পর্ষদ
যতগুলো নিযুক্ত হয়েছে সব জায়গায় দুই নম্বরি হয়েছে, টাকা পয়সা নেওয়া দেয়া হয়েছে। তথ্য দিতে পারবে না ওরা। যারা টাকা দিয়েছে তাদের তো চাকরি যাবেই, অনেকে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে। আমাদের বক্তব্য যারা জেনুইন তারা যেন বঞ্চিত না হয়। দোষীদের সাজা পাওয়া উচিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 1:16 PM IST