স্বীকৃতি না থাকলে বন্ধ করে দেওয়া হবে বি.এড কলেজ

Last Updated:

বিএড কলেজগুলিতে রাশ টানতে উদ্যোগী কেন্দ্র ৷

#কলকাতা: শিক্ষক পদে যোগদানের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক ঘোষিত হওয়ার পর হঠাৎই রাজ্যে বিএড কলেজের রমরমা ৷ একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জাল বিএড চক্র ৷ কেন্দ্রীয় স্বীকৃতি না থাকলেও বি.এড কোর্সের নামে লাখ লাখ টাকা নিয়ে পড়ুয়াদের অনুমোদনহীন সার্টিফিকেট দিয়ে ঠকাচ্ছে বহু শিক্ষা প্রতিষ্ঠান ৷ শুধু এ রাজ্য থেকেই নয়, দেশের বিভিন্ন অংশ থেকেই উঠেছে এমন অভিযোগ ৷ কড়া হাতে এই প্রবণতা বন্ধ করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ৷
বিএড কলেজগুলিতে রাশ টানতে উদ্যোগী কেন্দ্র ৷ কোনও সংস্থা মারফত পরিদর্শন বিএড কলেজগুলিতে পরিদর্শন চালাবে NCTE ৷ পরিদর্শনের সময় খতিয়ে দেখা হবে প্রতিষ্ঠানের নথি ৷
ঠিকঠাক তথ্য ও পরিকাঠামো না মিললে, সেই বিএড কলেজের অনুমোদন বাতিল করা হবে ৷ মঙ্গলবার কলকাতায় কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ জানালেন, ‘রাজ্যে প্রচুর বিএড কলেজ আছে ৷ যেগুলির নাম থাকলেও অস্তিত্ব নেই ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’
advertisement
advertisement
শিক্ষক পদে আবেদনের জন্য NCTE-এর নিয়ম অনুযায়ী চলতি বছর থেকে রাজ্যেও বি.এড প্রশিক্ষণ বা সমতুল্য কোনও ডিগ্রি থাকা বাধ্যতামূলক ৷ এরই মধ্যে বিভিন্ন স্তরের শিক্ষক নিয়োগ পর্বে জাল বি.এড সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পাওয়ার বহু প্রচেষ্টার ঘটনা সামনে এসেছে ৷ রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্রের কড়া পদক্ষেপে জাল ডিগ্রির এই চক্র নিয়ন্ত্রণ সম্ভব হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বীকৃতি না থাকলে বন্ধ করে দেওয়া হবে বি.এড কলেজ
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement