চারুকে চোখের সামনে দেখেও কি চিনতে পারবে না আর্য্য? নতুন সময়ে দেখুন ‘সাঁঝের বাতি’
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মিলন হবে কি চারু-আর্য্যর? জানতে হলে এবার থেকে দেখতে হবে নতুন সময়ে ‘সাঁঝের বাতি’ ৷
#কলকাতা: দেখা হল চারুর সঙ্গে ৷ কিন্তু তাঁকে তো চেনে না আর্য্য ৷ কোনওদিন দেখেওনি ৷ যতদিন চারু আর্য্যের কাছে ছিল, ততদিন দেখতে পেতে না সে ৷ আর যখন চারুর জন্য ফিরে এল তাঁর দৃষ্টি, তখন আর সেই চারুই তাঁর কাছে নেই ৷ বদলে রয়েছেন অন্য চারু ৷ তাঁকে চিনতে পারে না আর্য্য ৷ চোখের সামনে দেখা চারু আর মনের ভিতরে থাকা সেই চারু তো অনেক আলাদা ৷ মন থেকে মেনে নিতে পারছে না আর্য্য ৷
অবশেষে মন্দিরে গিয়ে দেখা হবে চারু-আর্য্যর ৷ চারুর গান শুনেই আর্য্যর চেনা চেনা লাগবে ৷ কিন্তু চারু তো আর দেখতে পায় না ৷ তাঁর চোখ দু’টোই সে দান করেছিল আর্য্যকে ৷ এরপর কী হবে? মিলন হবে কি চারু-আর্য্যর? জানতে হলে এবার থেকে দেখতে হবে নতুন সময়ে ‘সাঁঝের বাতি’ ৷ ১৬ মার্চ থেকে সোম – শুক্র রাত সাড়ে ৯টায় ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2020 1:13 PM IST

