ব্যাঙ্কে চালু হচ্ছে নতুন নিয়ম, এবার পাসবুক আপডেট করলেও টাকা কাটবে ব্যাঙ্ক
Last Updated:
জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হওয়ার কথা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ৷ চালু হতে চলেছে একাধিক নতুন সার্ভিস চার্জও ৷
#নয়াদিল্লি: জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হওয়ার কথা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ৷ চালু হতে চলেছে একাধিক নতুন সার্ভিস চার্জও ৷ সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে নতুন এই চার্জগুলির তালিকা দিয়ে দিয়েছে। এর আগে যে সমস্ত পরিষেবা গ্রাহকরা বিনামূল্যে পেয়ে আসতেন এবার থেকে তার উপরেও চার্জ লাগু করা হতে চলেছে ৷ সূত্রের খবর, টাকা জমা দেওয়া, চেকে টাকা তোলা, পাসওয়ার্ড-পিন বদলের মতো পরিষেবার জন্য টাকা কাটবে ব্যাঙ্ক। এবার থেকে পাসবুক আপডেট করার জন্যেও চার্জ কাটতে চলেছে ব্যাঙ্ক ৷
দেখে নিন কোন পরিষেবার জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত চার্জ নিতে চলেছে ৷ এবার থেকে পাসবুক আপডেট করতে লাগবে ১০ টাকা ৷ ব্যালেন্স স্টেটমেন্টের জন্য লাগবে ২৫ টাকা ৷ চেক বুকের আবেদন করলে লাগবে ২৫ টাকা ৷ সিগনেচার ভেরিফিকেশনের জন্য পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে। ইন্টারেস্ট সার্টিফিকেটের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে। মোবাইল নম্বর, কেওয়াইসি আপডেশনের জন্য পঁচিশ টাকা করে চার্জ লাগবে। ডুপ্লিকেট পাসবুকের জন্য লাগবে ৫০ টাকা ৷ এছাড়া ডেবিট কার্ডের রিকোয়েস্ট করলে ২৫ টাকা চার্জ দিতে হবে ৷
view commentsLocation :
First Published :
January 11, 2018 3:25 PM IST

