একাধিক সরকারি ওয়েবসাইটে হয়েছে আধার তথ্য ফাঁস ! স্বীকারোক্তি আধার প্রস্তুতকারক সংস্থার

Last Updated:
#নয়াদিল্লি: আধার কার্ড নিয়ে বিতর্ক চলছেই ৷ দেশের সাধারণ মানুষের গোপনীয়তা এতে ভঙ্গ হচ্ছে কী না, তা নিয়ে বিতর্ক ছিল ৷ এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢালল আধার প্রদানকারী সংস্থা Unique Identification Authority Of India (UIDAI) ৷ দেশের মানুষের গোপনীয়তা ভঙ্গ করেছে একাধিক সরকারি ওয়েবসাইট ! আর একটা বা দু’টো নয়, মোট ২১০টি সরকারি ওয়েবসাইটে বহু মানুষের নাম, ঠিকানা, আধার নম্বর-সহ একাধিক তথ্য ফাঁস হয়েছে বলে জানানো হয়েছে UIDAI-র তরফে ৷
আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকউন্ট, মোবাইল নম্বর ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি লিঙ্ক করানোটা এখন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার ৷ এমনকী, মোবাইল ওয়ালেটেও এখন KYC বাধ্যতামূলক ৷ যা নিয়ে অনেক দিন আগের থেকেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দেশের আরও অনেক বিশিষ্ট মানুষ ৷ আধার নম্বর দেশের নাগরিকদের গোপনীয়তা রক্ষা রাখতে পারছে কী না, এই নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে ৷ UIDAI-র এই স্বীকারোক্তি যে এবার কেন্দ্রীয় সরকারকে আরও অস্বস্তিতে ফেলবে, তা বলা বাহুল্য ৷ 
advertisement
advertisement
advertisement
তবে আধার সংক্রান্ত তথ্য ঠিক কোন সময় এবং কোন কোন ওয়েবসাইটে ফাঁস হয়েছে, তা পরিষ্কার করে জানানো হয়নি UIDAI-র তরফে ৷ পাশাপাশি ফাঁস হওয়া তথ্য ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে বলেও দাবি আধার প্রদাণকারী সংস্থার ৷  
বাংলা খবর/ খবর/দেশ/
একাধিক সরকারি ওয়েবসাইটে হয়েছে আধার তথ্য ফাঁস ! স্বীকারোক্তি আধার প্রস্তুতকারক সংস্থার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement