শীত পড়ার আগে এসিতে এই কাজটা  করিয়ে রাখুন

Published by  Salmali Das                   19-07-2025

শীত প্রায় দোরগোড়ায়। রাতে এখনই হিম পড়ছে।  তবে দিনের বেলা গরম কমছে না। এখনও এসি ছাড়া এক মুহূর্ত যেন স্বস্তি মিলছে না।

বাড়িতে, অফিসে সব জায়গায় এসি ব্যবহার করেন অনেকে। তবে আর কিছুদিনের মধ্যে বাড়িতে আর এসি চালাতে হবে না।

আপাতত তিন থেকে চার মাস অনেক বাড়িতেই এসি চলবে না। তার আগে এসির কয়েকটি কাজ করুন।

শীতের আগে এসির কিছুটা যত্ন নিলে শীতকালেও নিরাপদে রাখা যায়। ফলে গরমে আবার এসি চালু হলে বিশেষ সমস্যা হবে না।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

ধুলোবালি জমলে এসির ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। প্রতি ১-২ মাস পর পর ফিল্টার খুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে আবার লাগান।

শীতের আগে যখন এসি একেবারে বন্ধ করছেন তখন ফিল্টার ভালভাবে ধুয়ে পরিষ্কার করে রাখুন। তাতে অনেক সমস্যা কমবে না।

ইভাপোরেটর (ভেতরের ইউনিট) আর কনডেন্সার (বাইরের ইউনিট)-এ ধুলো জমে গেলে ঠান্ডা/গরম বাতাস সঠিকভাবে চলাচল করে না।

আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ড্রেন পাইপে ময়লা জমে থাকলে জল লিক হতে পারে। ভ্যাকুয়াম বা ব্লোয়ার দিয়ে পাইপ পরিষ্কার করে রাখুন ভাল করে।

দীর্ঘসময় এসি ব্যবহার না করলে ব্যাটারি খুলে রাখাই ভাল। না হলে ব্যাটারি লিক হয়ে রিমোট নষ্ট হতে পারে।

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন