পশ্চিমবঙ্গে কী কী নথি লাগবে SIR-এ?

Published by  Salmali Das                   27-10-2025

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামিকাল, মঙ্গলবার থেকেই দেশের বাংলা ও উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া।

অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গের এসআইআরে কী কী নথি প্রয়োজন? কমিশনের নির্দিষ্ট ১১টি নথি কী কী?

১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র

২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

৩) জন্ম শংসাপত্র। ৪) পাসপোর্ট

৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র

৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র

৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট  ৮) জাতিগত শংসাপত্র ৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার

১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার  ১১) জমি অথবা বাড়ির দলিল

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন