‘বাংলার দুঃখ’ নামে কোন নদী পরিচিত?

Published by  Salmali Das                   23-11-2025

বাংলার ‘দুঃখের নদী’ হিসেবে পরিচিত দামোদর নদী।

দীর্ঘ ইতিহাস জুড়ে এই নদী বারবার ভয়াবহ বন্যা ডেকে এনেছে।

যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

ঐতিহাসিক নথি বলছে, বর্ষাকালে দামোদর নদীর জলধারা হঠাৎ ফুলে-ফেঁপে ওঠে।

More Stories.

৭ দিনেই ‘কুচকুচে’ কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস! চুল হবে লম্বা-ঘন-মজবুত

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু ‘এই’ নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল…

ব্রনর জন্য মাটি সাজ! সস্তার ‘এই’ ৩ সবজি ঝকঝকে করবে ত্বক! সৌন্দর্য এখন হাতের মুঠোয়

অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর দু’ধারের গ্রামাঞ্চল প্লাবিত হয়, নষ্ট হয় চাষের জমি, ভেঙে পড়ে ঘরবাড়ি।

বহু মানুষের প্রাণহানি এবং বিপুল আর্থিক ক্ষতির কারণে নদীটি ‘সোরো অফ বেঙ্গল’ বা ‘বাংলার শোক’ নাম পায়।

এই পরিস্থিতি মোকাবিলা করতেই পরে গড়ে ওঠে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। একাধিক ড্যাম ও ব্যারাজ নির্মাণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণে আনা হয়।

বর্তমানে নদীঘেঁষা অঞ্চল খনিজ সম্পদ ও শিল্পক্ষেত্রে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে উঠেছে।

তবুও ইতিহাসের বুকে দামোদর নদী আজও বহন করে সেই তীব্র স্মৃতি—যাকে বাংলার মানুষ একসময় ভয় আর আতঙ্কের সঙ্গে মনে করত।

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন