ভাই ফোঁটার সকালেই  বিশ্বরেকর্ড! নজরে বিরাট কোহলি! 

Published by  Suman Majumder                   22-10-2025

সিরিজের প্রথম ম্যাচেই শূন্য। এবার কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে রান পাবেন বিরাট কোহলি!

ভাই ফোঁটার দিন সকালে অজিদের বিরুদ্ধে নামলে একগাদা রেকর্ড করতে পারেন বিরাট কোহলি। দেখে নিন।

অ্যাডিলেডে ৬৮ রান করলেই সাদা বলের ক্রিকেটে বিশ্বে সর্বাধিক রান হবে কোহলির। এখন এই রেকর্ড সচিনের নামে।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

এক দিনের ক্রিকেটে কুমার সঙ্গকারাকে (১৪,২৩৪) টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আর ৫৪ রান দরকার কোহলির।

অ্যাডিলেডে তাঁর রান ১৭ ইনিংসে ৯৭৫। আর ২৫ রান করলেই অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশের প্রথম কোনও ব্যাটার হিসাবে এই মাঠে ১০০০ রান হয়ে যাবে।

আর একটি সেঞ্চুরি করলেই এক দিনের ক্রিকেটে ৫২টি শতরান হবে কোহলির। ক্রিকেটের কোনও ফরম্যাটে এক ব্যাটারের করা সর্বাধিক শতরানের রেকর্ড হবে তাঁর। 

বিদেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের নিরিখে একই জায়গায় রয়েছেন সচিন ও কোহলি। দু’জনেরই ২৯টি করে শতরান। সেটাও টপকে যেতে পারেন বিরাট।

অ্যাডিলেডে একদিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান ধোনির। ৬ ইনিংসে ২৬২ রান করেছেন তিনি। কোহলির রান চার ইনিংসে ২৪৪। আর ১৯ রান করলেই ধোনিকে ছাপিয়ে যাবেন বিরাট।

অ্যাডিলেডে ওডিআইতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান ধোনির। ছয় ইনিংসে ২৬২। কোহলির রান চার ইনিংসে ২৪৪। আর ১৯ রান করলেই ধোনিকে ছাপিয়ে যাবেন তিনি।

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন