এক বছরও হয়নি তাঁর ডিভোর্স-এর। এরই মধ্যে ২বার দুজনের সঙ্গে নাম জড়ায় হার্দিক পান্ডিয়ার।

প্রথমবার বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। এবার ব্রিটিশ গায়িকা জসমিন ওয়ালিয়া।

ভারত-পাক ম্যাচেপান্ডিয়ার দিকে ফ্লাইং কিস ছুড়েছিলেন এই ব্রিটাশ গায়িকা। ফফলে হার্দিক-জসমিনের সম্পর্কে প্রায় শিলমোহর!

চার বছরের সংসারের পর ডিভোর্স হয়েছে পান্ডিয়ার। এখন তাঁর জীবনজুড়ে জসমিন।

কয়েক মাস আগে নাকি জসমিনের সঙ্গে গ্রিসে একান্তে সময় কাটিয়েছিলেন পান্ডিয়া। গ্রিসের মায়কোনোসের এক বিলাসবহুল রেস্তরাঁয় দেখা যায় তাঁদের।

ইংল্যান্ডের এসেক্সে জন্ম জসমিনের। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। আট-দশ বছর বয়স থেকে গান শেখা শুরু।

More Stories.

৭ দিনেই ‘কুচকুচে’ কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস! চুল হবে লম্বা-ঘন-মজবুত

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু ‘এই’ নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল…

ব্রনর জন্য মাটি সাজ! সস্তার ‘এই’ ৩ সবজি ঝকঝকে করবে ত্বক! সৌন্দর্য এখন হাতের মুঠোয়

একটা সময় অভিনয়ও করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন নিয়ে পড়ে স্নাতক হন তিনি।

ভারত-পাক ম্যাচে পান্ডিয়ার উদ্দেশে ফ্লাইং কিস ছোড়েন জসমিন। তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

নাতাশা স্ট্যানকোভিডের সঙ্গে পান্ডিয়ার বিয়ে চার বছর পর ডিভোর্স হয়। 

নাতাশার সঙ্গে ডিভোর্সের পর এখন পান্ডিয়ার সঙ্গে জসমিনের সম্পর্কের গুঞ্জন তুঙ্গে।

পান্ডিয়ার বান্ধবী কে?

পড়তে ক্লিক করুন