সাহসী অভিনেত্রী হিসেবে বরাবরই বি-টাউনে পরিচিত । এই নিয়ে কারও কোনও সন্দেহ নেই।
অবিবাহিত মহিলা হিসেবে সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়া ছিল একটি সাহসী সিদ্ধান্ত, যা আরও জটিল করে তুলেছিল কারণ বাবা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস
আশির দশকেই কুমারী মা হওয়ার সিদ্ধান্ত গোটা বি-টাউনকে নাড়িয়ে দিলেও তিনি অনড় ছিলেন নিজের সিদ্ধান্তে। তিনি হলেন নীনা গুপ্তা৷
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম থেকে মাসাবার জন্ম সব মিলিয়ে নীনা যেন এক বিতর্কিত অধ্যায়। ভিভের পর জীবনে একাধিক প্রেম এসেছে নীনার।
জীবনের কঠিন সময়ে স্বামী নেই, ছিল না কোনও প্রেমিক। একাকীত্বই ছিল নীনার সঙ্গী। তবে একা হাতে সন্তান- সবকিছু সামলে তিনি প্রমাণ করে দিয়েছেন তাঁর নিজের দক্ষতা৷
জীবনের এক ভুলেই সর্বনাশ হয়েছিল নায়িকার৷ কেরিয়ারেও যথেষ্ঠ প্রভাব পড়েছিল৷
১৯৮২ সাল থেকে বলিউডে অভিনয় করছেন তিনি। আজও তাকে হিন্দি সিনেমার সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয়, একটি সময় ছিল যখন তাকে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে অনেক চেষ্টা করতে হয়েছিল।
অভিনেত্রী নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী।
একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি। বরং সন্তানকে আঁকড়েই ছিলেন সব সময়। কখনও সিঙ্গল মাদার হতে ভয় পাননি তিনি।
মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি।
ভিভের যেন কোনও মতানৈক্য না হয়। দেখলাম, ও আমার সিদ্ধান্তকে স্বাগত জানালাম। তাতে আমি মা হওয়ার ব্যাপারে এগিয়ে যেতে সাহস পেলাম।
শরীরের এই অংশে বাসা বাঁধবে মারণ ক্যানসার, যদি ভাত-রুটি ছেড়ে খান ‘এই’ পানীয়, শেষ হবেন আপনি