থেঁতো না কুচিয়ে, চায়ে কীভাবে মেশাবেন আদা?

Published by  Debamoy Ghosh                 26-10-2025

আদা চা খেতে অনেকেই পছন্দ করেন৷ 

কিন্তু অনেক সময়ই আদা চায়ে পছন্দ অনুযায়ী স্বাদ আসে না৷

চা বানানোর সময় আদা কি থেঁতো করে দেবেন, না কি কুচিয়ে?

কীভাবে আদা মেশানো হচ্ছে, তার উপরেই নির্ভর করে চায়ের স্বাদ৷

More Stories.

৭ দিনেই ‘কুচকুচে’ কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস! চুল হবে লম্বা-ঘন-মজবুত

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু ‘এই’ নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল…

ব্রনর জন্য মাটি সাজ! সস্তার ‘এই’ ৩ সবজি ঝকঝকে করবে ত্বক! সৌন্দর্য এখন হাতের মুঠোয়

আদা থেঁতো করে চায়ে দিলে তার স্বাদ ধীরে ধীরে বোঝা যায়৷

আবার আদা কুচিয়ে দিলে সেই চায়ের স্বাদ হয় অনেক ঝাঁঝালো৷

ফলে আদার স্বাদ জোরাল ভাবে পেতে চাইলে, তা কুচিয়ে দিতে হবে৷

চা পাতা, দুধ, জল, চিনি ফুটে ওঠার পরই আদা দেওয়া উচিত৷

আদা চা খেলে হজমশক্তি বাড়ে, রক্ত সঞ্চালন ভাল হয়৷

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন