মূলা বা মুলো মূলত শীতেরই সবজি।

মুলোর স্বাদ কিছুটা তিক্ত হলেও, এর স্বাস্থ্য উপকারিতা অপরিসীম।

কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির জন্য মুলো একটি চমৎকার ঘরোয়া প্রতিকার।

এর জন্য প্রায় ১০০ গ্রাম মুলো পাতার রস বের করে দিনে ৩ বার পান করুন যাতে পাথর প্রস্রাবের মধ্য দিয়ে বের হয়।

মুলো শাকে মুলোর দ্বিগুণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

শরীরে রক্তের পরিমাণ কম থাকলে এটি অব্যর্থ।

মুলো পাতার রস বের করে দিনে ৩ বার ২০-২০ মিলিলিটার পান করলে ভাল ফলাফল পাওয়া যাবে।

জন্ডিসের সমস্যা থেকে মুক্তি পেতেও মূলা পাতা খুবই উপকারী।

পড়তে ক্লিক করুন