মুসাম্বির ঔষধি গুণ একাধিক, রোগ নিরাময়ে দারুণ

মুসাম্বি এক ধরনের ট্রপিক্যাল ফল। যা স্যুইট লাইম বলেও পরিচিত। নিয়মিত মুসাম্বি খেলে দারুণ উপকারিতা। দেহকে রোগের মোকাবিলা করতেও সাহায্য করে।

বিভিন্ন ভাবে এই মুসাম্বি খাওয়া যায়। ফ্রুট স্যালাডে যোগ করা যেতে পারে এই ফল।

এমনকী রস বার করে জ্যুস বানিয়েও খাওয়া যেতে পারে মুসাম্বি। রইল এর উপকারিতার নানা দিক।

ইমিউনিটি বৃদ্ধি: মুসাম্বি ভিটামিন সি-তে সমৃদ্ধ। আর এই ভিটামিন এমন একটি অ্যান্টি-অক্সিডেন্ট, যার মধ্যে ইমিউনিটি বর্ধনকারী উপাদান থাকে।

More Stories.

ডেঙ্গিতে ছাগলের দুধ, পেঁপে পাতার রসে ভরসা করছেন? ফল হতে পারে মারাত্মক

প্রথমে কী দেখছেন? কাঁটা চামচ নাকি হাত? আপনার চরিত্র বোঝা যাবে উত্তরেই

ঘরে কালো পিঁপড়ে ঢিপি করেছে? এর অর্থ কী? অশুভের ইঙ্গিত নাকি সৌভাগ্যের প্রতীক!

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: ভিটামিন-সি ছাড়াও এই ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর মধ্যে অন্যতম হল ফ্ল্যাভোনয়েড, লিমোনয়েড এবং ক্যারোটিনয়েড।

হৃদযন্ত্রের স্বাস্থ্য: মুসাম্বির মধ্যে প্রচুর ফাইবার। কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে। হৃদরোগের ঝুঁকি কমায়। পটাশিয়ামও থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

হজমের জন্য: ডায়েটারি ফাইবার থাকায় হজমের জন্য উপকারী। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। নিউট্রিয়েন্ট শোষণের জন্য দারুণ গুরুত্বপূর্ণ আমাদের সুস্থ পরিপাক তন্ত্র।

ওজন নিয়ন্ত্রণ: মুসাম্বিতে প্রচুর ফাইবার। লো-ক্যালোরি কন্টেন্টেও ভরপুর। ফাইবার সমৃদ্ধ এই ফল খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। দেহে ক্যালোরির পরিমাণ বাড়ে না।

হাইড্রেশন: মুসাম্বির মধ্যে প্রচুর জলীয় উপাদান উপস্থিত থাকে। শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ত্বক তরতাজা এবং উজ্জ্বল হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন